আত্মগোপন করতেও অন্ততঃ একটা দেওয়াল প্রয়োজন
আত্মহননের জন্য অন্ততঃ একটা কারন
অথচ আত্মিক পোস্টমর্টেম করতে কিছুই লাগেনা
তবুও …
ঠিকমতো না কামানো কামান্ধ দাড়ির আঁচড়ে
থুতনিতে বিমূর্ত অয়েলপেন্টিং আঁকা হয়ে যায় দীর্ঘ চুমুর অবসরে
ইতস্ততঃ বিচরণে ঘেমো গর্মাক্ত বিকেল লাট খেয়ে
পড়ে থাকে কিশোরী বিভাজনরেখায়
গরমের গর্ভে চমকে ওঠে সপাট বিদ্যুৎ শাখাপ্রশাখা।
2 thoughts on “নিজকিয়া ১০”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পড়ে যাচ্ছি নিজকিয়া সিরিজ কবিতা। আধুনিক শব্দের ব্যবহারে কবিতাগুলি বেশ আকৃষ্ট হচ্ছে।
দেখতে দেখতে দশম পর্ব চলে এলো। পাশে আছি প্রিয় কবি সৌমিত্র।