সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রাম,সাজানো সযতন।
শিল্পীর তুলিতে ছোঁয়া ,যেনো ছবির মতন।
ফসলেরা মাঠে মাঠে বাতাসে কুর্নিশ।
চাষীদের মন ফসলের আশায় কাটে অহর্নীশ।
প্রকৃতির ধকল কাটিয়ে যখন আঙ্গিনা ভরে উঠে ফসলে
কিষান কিষানীর মন সততই দোলে।
কোপানো,নিড়ানো,মাড়াই,বাছাইয়ে
বীজ সংরক্ষন, গোলাজাত, প্রক্রিয়াজাতে।
পুরুষের পাশাপাশি অনন্তকাল,
নারীরাও দিচ্ছে যোগান সকাল বিকাল।
লাঙ্গলের জোয়ালে, ঘানির সারিতেও,
যেখানে প্রয়োজন দিয়েছে শ্রম নারীরাও।
হাঁস, মুরগি পশু পালনে,
হাতের ছোয়া আছে ডিম,দুধ,মাংস উৎপাদনে।
মাছ চাষে, ফুল চাষে, চা বাগানেও,
নারীর হাত কর্মী হিসাবে আছে সেখানেও।
এ সব করেনি নারী স্বীকৃতির আশায়।
বলি কবির ভাষায়…
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর।
অর্ধক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।
6 thoughts on “চাষাবাদে নারী”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এ বিষয়ের উপর আপনি একটি প্রবন্ধ লিখতে পারেন।
শুভ কামনা।
সালাম দাদা
এর আগে কখনো লিখিনি
চেষ্টা করব দেখি পারি কিনা
শুভ কামনা সতত
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।
___ আজকের এই দিনে বেশী বেশী শুভেচ্ছা রইলো আপা।
সালাম শুভ কামনা
বেশ লিখেছেন আপা। ধন্যবাদ।
আপনার মনে যে ভাবে মেয়েদের স্হান দিয়েছেন … সত্যি অনন্য