(বিশেষ দিনে নয় নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রতি দিন …… চিরদিন! বিশ্ব নারী দিবস সফল হোক)
তুমি জন্মেছো বলেই জন্মেছে এই ধরা
তুমি আমার মা আমার প্রিয় অপ্সরা
তিমির কান্তার রস্মি তুমি
হিম কাঁটা রজনীর উষ্ণতা
ক্ষুধার্ত হা ‘ভাতের অন্ন তুমি
ক্ষত বিক্ষত জীবনের একমাত্র মমতা
তুমি অনন্য
জনম দূঃখী তুমি সন্তানের জন্য
তুমি দেবী
তৃষ্ণার্ত জীবনের শীতল জল
তুমি ধরিত্রী প্রতিমা
মমতার আঁধার তুমি মহান ক্ষমা
রক্তের শৃকলে বেঁধে দশ মাস দশ দিন
তীর্থের ক্রন্দনে ধুয়ে দিয়েছ সন্তানের কষ্ট মলিন
তুনে তুনে বুনো সংসার দিনে দিনে
শত জনমে হবেনা সাধ্য শোধ করি সেই ঋণ।
আজন্ম স্বপ্নের লালিত ললনা
এই নারীই আমার সমস্ত পুজা অর্চনা; ধ্যান
নারীর কোলই শ্রেষ্ট দোলনা
নারীর বুকই কষ্ট লুকানোর গুপ্ত উদ্দ্যান
নারীর রূপারন্য পবিত্র আলোয়
খুঁজে লই প্রভুর প্রতিচ্ছবি
বুঝে না বুঝে কত জ্বালাই পোড়াই তারে
তবু নারী আগলে লয় মমতার মর্মরে;
জন্ম জন্মান্তর নারীরাই বাঁধে আমাদের স্বপ্ন
অন্তরে অন্তরে নারীই কাঁদে এক চিমটি প্রেমের জন্য;
নারী নিরঞ্জন প্রভুর অমূল্য সৃষ্টি, দান
নিজের বিসর্জনে
কখনো মায়ের মমতায়;
কখনো প্রেয়সীর কোমলতায়
এই নারীই দিতে পারে নিঃস্বার্থ প্রাণ।
ধন্য নারী
জীবনের সমগ্র বেলায় তোমাকেই করি বন্দনা
ধন্য হও ধন্য
যদিও তোমার সন্তানেরা বড়ই অকৃতজ্ঞ, ভুল- মনা ।
দা উ দু ল ই স লা ম ।
তুমি জন্মেছো বলেই জন্মেছে এই ধরা
___ এই শব্দের উপর আর কোন শব্দ নেই। জন্মাবেও না।
বিশ্ব নারী দিবস সফল হোক সকল মায়ের প্রতি আমাদের সম্মান।
আমার শ্রদ্ধা গ্রহন করুন স্যার
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই
শুভ কামনা রইল –
(বিশেষ দিনে নয় নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রতি দিন …… চিরদিন! বিশ্ব নারী দিবস সফল হোক)
“তুমি জন্মেছো বলেই জন্মেছে এই ধরা” এটাই সবচেয়ে বড় কবিতা প্রিয় কবি।
শুভ কামনা রইল —
বিশেষ দিনে নয় নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রতি দিন …… চিরদিন! বিশ্ব নারী দিবস সফল হোক
ধন্য নারী
জীবনের সমগ্র বেলায় তোমাকেই করি বন্দনা
আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন কালজয়ী এই উচ্চারণে।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই মালেক ভাই
শুভ কামনা রইল —
(বিশেষ দিনে নয় নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই প্রতি দিন …… চিরদিন! বিশ্ব নারী দিবস সফল হোক)
সত্যই ধন্যকবি,,,,,,,,কন্যা জায়া জননী,,অভিন্দন,,,,,,,,,,