চেয়ে থাকার হরণীচোখে
জলহস্তীর ঢেউ
নিরবতায় উষ্ণচূড়া ভেঙ্গেছে কেউ-
সাজহীন শোকের কাজলে
আজ ডেকেছো মুখ
জেনো প্রেমযমুনার ধু ধু
বালুচরের উড়ছে সুখ!!
তবুও মায়াবী জোছনা রাতের
ময়না টিয়া সুরেলা কণ্ঠের মতো
আর গান গাঁয় না –
ঠিক শকুন,শৃঙ্খচিন আর
কানাবগীর মতো
মাংসপেষীর ধূসরগন্ধ করা
মাতল আর বয়বে না;
শুধু শুধু জলহস্তীর ভিজানো
জলের ঢেউয়ে ভাবনার বিষুবছায়া
পরেছে বেওজর মেও!
বিড়াল চোখে আর বানর চোখে-
দৃষ্টির আরালে চেয়ে চেয়ে
থাকবে না আর কেউ।
০৮/৩/১৭
=======
ময়না টিয়া সুরেলা কণ্ঠের মতো
আর গান গাঁয় না –
ঠিক শকুন,শৃঙ্খচিন আর
কানাবগীর মতো
মাংসপেষীর ধূসরগন্ধ করা
মাতল আর বয়বে না;
পড়লাম …..মুগ্ধতা রাখছি ।
সুখী হোন অনেক ।
খুব সুন্দর
আপনার অসংখ্য গুণের মধ্যে একটি গুণ আমার ভীষণ ভালো লাগে।
সেটি হচ্ছে … আপনি ইন্সট্যান্ট অর্থ্যাৎ তাৎক্ষণিক লিখে ফেলতে পারেন।
অভিনন্দন প্রিয় কবি মি. সরকার। ভালো থাকুন। ধন্যবাদ।
জ্বি মুরুব্বী দাদা অশেষ ধন্যবাদ
ভাল থাকুন————
পড়লাম।
বরাবরের মতো।
শুভ কামনা
ভাল থাকুন————–কবিতার মত