অমুলক বিশ্বাস
একদিন ঠিক বুঝবে,
যখন সবুজ ঘাসে মোড়ক ধরবে;
থলের পকেট হাতরিয়ে
মিলল সেই পুরোনো আনা পাই
সে না কি তোমার ভালোবাসা বদলাবে?
তাই গচ্ছিত থলের নিচ তলায়
বহু দিন পর মনে পরল!
ঐ পুরোনো সুটকেশ ঘাটাঘাটিতে।
আঙ্গুল চেপে,
হাতের তালুতে বেশ কয়েক বার যত্নসহকারে
চাপাচাপিতে কি বুঝে ফেলে দিলে দূরে
আগাছার ঝাড়ে; এ এক অন্ধ যাতনা
কেনই বা এত দিন?
যত্ন সহকারে গচ্ছিত ছিল
অমুলক বিশ্বাস।
২৩, ফাল্গুন/বসন্তকাল/১৪২৩
খুব সুন্দর লাগল
কবিকে আমার বসন্ত শুভেচ্ছা,,,,,,,,,
মান্নান দা ————–
একদিন ঠিক বুঝবে,
যখন সবুজ ঘাসে মোড়ক ধরবে;
কবি বসন্ত ভালোবাসা যেন,,,,,,,,,,,
অনেক অনেক ভালোবাসা প্রিয় কবি বন্ধু।
ভালোবাসা বন্ধু,,,,,,,,,,
মান্নান ভাই সুন্দর কবিতা। বেশ সুন্দর। শুভেচ্ছা রইল।
আনু ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,
দারুন মান্নান ভাই, দারুন।
কবি ভাই আমার প্রাণের ভালোবাসা রইল,,,,,,,,,,
যে বুঝে সে ৯ তেই বোঝে
না বুঝলে ৯০ তে ও না….হাহাহা
দারুন লিখেছেন।
শুভকামনা থাকলো ভাই।
বসন্ত ভালোবাসা ভাই,,,,,
দারুণ লিখেন। শুভ কামনা।
আমার ভালোবাসা জানবেন ভাই,,,,,,,