রাগিণী

pict0098_filtered-2

গান গেয়ে পাখি ওই তরু শাঁখে
অবেলায় বকুল তলে আমায় কেন ডাকে।।

স্বপনের ওই সুদূরে কে বাঁশরী বাজায়
নেশা লাগান সুরে দূর গাঁয়ের বাঁকে।।

তারই বিধুর সুর এসে আমার প্রাণে বাজে
উতল করা সেই বাঁশরী আমায় কেন ডাকে।

হৃদয় তিমিরে নিভে গেছে শুকতারা
স্মৃতির বনে তবু ছায়া জেগে থাকে।।

12 thoughts on “রাগিণী

  1. গীতিকাব্য ভালো লাগলো বন্ধু। এবার সুর তাল যোগ পেলে পূর্ণতা পাবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. কেন যে বাঁশরী ডাকে, কী সুরের মায়া ছড়িয়ে রয়েছেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif এই মায়ার ভূবনে কে জানে!

  2. গান গেয়ে পাখি ওই তরু শাঁখে
    অবেলায় বকুল তলে আমায় কেন ডাকে।।

    কে জানে!!

    1. সেইতো জানতে চাই কিন্তু……………………………।

    1. রাগ ভিত্তিক গান কিন্তু দুর্ভাগ্যক্রমে গানটা হারিয়ে গেছে আর সেই সুরকার/শিল্পীও হারিয়ে গেছে!

মন্তব্য প্রধান বন্ধ আছে।