উদয় হতে অস্ত … জানি সময় হবেনা.
যেতে হবে রাত্রিসমান পথ; জীবিকায় অনেকটা দূর।
youtu.be/UvHqcWZERPY
“ধরায় যখন দাও না ধরা. হৃদয় তখন তোমায় ভরা
… চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে !!”
___ রবীন্দ্রনাথ ঠাকুর।
.
.
.
__________________________
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
প্রিয় গান সঙ্গে ছবিটাও ভালো লাগল।
ধন্যবাদ প্রিয় কবি মোকসেদুল ইসলাম।
আমিও চাই এরকম লেখা লিখতে কিন্তু পারিনা,,,, তাইতো সকলের লেখা পড়েই নিজের তৃষ্না মিটাই
এটি একটি ভালো গুণ অবশ্যই। তবে শব্দনীড় এর মতো ব্লগে বিশেষ করে যেখানে মন্তব্য বা প্রতি-মন্তব্য করার সুযোগ রয়েছে, সেখানে অন্যের লিখা পড়ে লিখার ভালো মন্দ বা আপনার বিশ্লেষণ দেয়াটা সুন্দর। সৌহার্দ্য বাড়বে।
গানটা শুনলাম খুব ভালো লাগলো
আমারও পছন্দের। তাই তো শেয়ার করা। ধন্যবাদ রাসেল মিরাজ।
জীবিকা, নিজের থেকে নিজেকে আলাদা করে দেয়ার একটি মিহি প্রক্রিয়া।
ধন্যবাদ মুরুব্বী।
সুন্দর মন্তব্য প্রিয় প্রহেলিকা। অনেকদিন পর দেখা। জানবো ভালো আছেন।
অণুলিখনের সাথে ছবি ও গান ফ্রি পাইলাম।
ধন্যবাদ জানাই স্যার।
স্বাগতম এবং ধন্যবাদ মি. আনু আনোয়ার। শুভ দিন।