ব্লগবুক অণুলিখন ৩২

উদয় হতে অস্ত … জানি সময় হবেনা.
যেতে হবে রাত্রিসমান পথ; জীবিকায় অনেকটা দূর।

youtu.be/UvHqcWZERPY

“ধরায় যখন দাও না ধরা. হৃদয় তখন তোমায় ভরা
… চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে !!”
___ রবীন্দ্রনাথ ঠাকুর।
.
.
.
__________________________
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

10 thoughts on “ব্লগবুক অণুলিখন ৩২

  1. প্রিয় গান সঙ্গে ছবিটাও ভালো লাগল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. আমিও চাই এরকম লেখা লিখতে কিন্তু পারিনা,,,, তাইতো সকলের লেখা পড়েই নিজের তৃষ্না মিটাই

    1. এটি একটি ভালো গুণ অবশ্যই। তবে শব্দনীড় এর মতো ব্লগে বিশেষ করে যেখানে মন্তব্য বা প্রতি-মন্তব্য করার সুযোগ রয়েছে, সেখানে অন্যের লিখা পড়ে লিখার ভালো মন্দ বা আপনার বিশ্লেষণ দেয়াটা সুন্দর। সৌহার্দ্য বাড়বে। :)

    1. আমারও পছন্দের। তাই তো শেয়ার করা। ধন্যবাদ রাসেল মিরাজ।

  3. জীবিকা, নিজের থেকে নিজেকে আলাদা করে দেয়ার একটি মিহি প্রক্রিয়া।
    ধন্যবাদ মুরুব্বী।

    1. সুন্দর মন্তব্য প্রিয় প্রহেলিকা। অনেকদিন পর দেখা। জানবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  4. অণুলিখনের সাথে ছবি ও গান ফ্রি পাইলাম।
    ধন্যবাদ জানাই স্যার।


    1. স্বাগতম এবং ধন্যবাদ মি. আনু আনোয়ার। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।