ঘুম … (Ismat Shilpi -কে)

ঘুম আসে না,
বালিশে মাথা রেখে কি সব অদ্ভূত অদ্ভূত স্বপ্ন দেখি
তার কিচ্ছু বুঝিনা, কি তার তাল, লয়, সুর।

জিহ্‌বা জল কাটার বৈঠার মতো শুধু চিৎকার করে
যে বৈঠা জলে নেমে জল কাটছে তার আবার তৃষ্ণা?
ঘুমের তন্দ্রাচ্ছন্ন কেমিক্যাল সেও আজ পরাজিত
কোনো এক চিহ্নিত অচেনা তৃষ্ণায়, তবুও
এ তৃষ্ণা ঘুমের নয়, জেগে থাকার তৃষ্ণা;
এ তৃষ্ণা আলোর নয়, সোনালী এক সকালের।

এ তৃষ্ণা শুধু প্রভাতী রবির তির্যক কিরণের স্পর্শ পাবার
ঘুম আসেনা, ক্ষত-বিক্ষত প্রশ্নের জবাব খুঁজে ক্লান্ত প্রায়
এ কোনো কঠিন বা জটিল প্রশ্ন নয়, চোখ মুদলে ভাবি,
প্রভাত হবে তো ?

উত্তরা, ঢাকা-১২৩০, রাত: ৩:২০, ১৬১২১৬।

আমিনুল ইসলাম রুদ্র সম্পর্কে

মোঃ আমিনুল ইসলাম রুদ্র, জন্ম : ১৪ জানুয়ারি, ১৯৮১। ডাক নাম রুদ্র আমিন (Rudra Amin)। একজন বাংলাদেশ কবি, লেখক ও সাংবাদিক। নক্ষত্র আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতা-২০১৬ কবিতা বিভাগে তিনি পুরস্কার গ্রহণ করেন। জন্ম ও শিক্ষাজীবন মোঃ আমিনুল ইসলাম রুদ্র ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি ও মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কর্মজীবন মূল পেশা থেকে দূরে সরে গিয়ে তিনি লেখালেখি এবং সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। কাজ করেছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজপোর্টাল নববার্তা.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি উইকিপিডিয়াকে ভালোবেসে উইকিপিডিয়ায় অবদানকারী হিসেবে উইকিপিডিয়া অধ্যয়নরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫); আমি ও আমার কবিতা (২০১৬); বিমূর্ত ভালোবাসা (২০১৮); অধরা- সিরিজ কবিতা (২০২০) প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)। আমার সকল লেখা পড়তে ভিজিট করুন : রুদ্র আমিন

7 thoughts on “ঘুম … (Ismat Shilpi -কে)

  1. বয়সী তন্দ্রাচ্ছন্নতা। Ismat Shilpi -কে আমাদের অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সুন্দর মন্তব্যে ভালো লাগা ও বেলির ভালোবাসা।

  3. এ তৃষ্ণা শুধু প্রভাতী রবির তির্যক কিরণের স্পর্শ পাবার
    ঘুম আসেনা, ক্ষত-বিক্ষত প্রশ্নের জবাব খুঁজে ক্লান্ত প্রায়
    এ কোনো কঠিন বা জটিল প্রশ্ন নয়, চোখ মুদলে ভাবি,
    প্রভাত হবে তো ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. ঘুম আসেনা, ক্ষত-বিক্ষত প্রশ্নের জবাব খুঁজে ক্লান্ত প্রায়
    এ কোনো কঠিন বা জটিল প্রশ্ন নয়, চোখ মুদলে ভাবি,
    প্রভাত হবে তো ?

    নিশ্চয় প্রভাত হবে । কবিতা ভালো হয়েছে ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।