ঘুম আসে না,
বালিশে মাথা রেখে কি সব অদ্ভূত অদ্ভূত স্বপ্ন দেখি
তার কিচ্ছু বুঝিনা, কি তার তাল, লয়, সুর।
জিহ্বা জল কাটার বৈঠার মতো শুধু চিৎকার করে
যে বৈঠা জলে নেমে জল কাটছে তার আবার তৃষ্ণা?
ঘুমের তন্দ্রাচ্ছন্ন কেমিক্যাল সেও আজ পরাজিত
কোনো এক চিহ্নিত অচেনা তৃষ্ণায়, তবুও
এ তৃষ্ণা ঘুমের নয়, জেগে থাকার তৃষ্ণা;
এ তৃষ্ণা আলোর নয়, সোনালী এক সকালের।
এ তৃষ্ণা শুধু প্রভাতী রবির তির্যক কিরণের স্পর্শ পাবার
ঘুম আসেনা, ক্ষত-বিক্ষত প্রশ্নের জবাব খুঁজে ক্লান্ত প্রায়
এ কোনো কঠিন বা জটিল প্রশ্ন নয়, চোখ মুদলে ভাবি,
প্রভাত হবে তো ?
উত্তরা, ঢাকা-১২৩০, রাত: ৩:২০, ১৬১২১৬।
বয়সী তন্দ্রাচ্ছন্নতা। Ismat Shilpi -কে আমাদের অভিনন্দন প্রিয় কবি।
সুন্দর মন্তব্যে ভালো লাগা ও বেলির ভালোবাসা।
বেলির ভালোবাসা আপনাকেও কবি।
এ তৃষ্ণা শুধু প্রভাতী রবির তির্যক কিরণের স্পর্শ পাবার
ঘুম আসেনা, ক্ষত-বিক্ষত প্রশ্নের জবাব খুঁজে ক্লান্ত প্রায়
এ কোনো কঠিন বা জটিল প্রশ্ন নয়, চোখ মুদলে ভাবি,
প্রভাত হবে তো ?
ঠিক তাই, প্রভাত হবে তো?
ঘুম আসেনা, ক্ষত-বিক্ষত প্রশ্নের জবাব খুঁজে ক্লান্ত প্রায়
এ কোনো কঠিন বা জটিল প্রশ্ন নয়, চোখ মুদলে ভাবি,
প্রভাত হবে তো ?
নিশ্চয় প্রভাত হবে । কবিতা ভালো হয়েছে ।
নিশ্চয়তা নেই, মৃত্যুর কোনো সময় নেই।