বসন্ত শুরুর বিকেল

এই নিস্তব্ধ একাকী বিকেলে
ঘরে থাকা প্রায় অসম্ভব
দৌড়ে ছাদে যাই,দূরে ওই
রাজপথে মানুষগুলোর ঘূর্ণিপাকে
ধুলো ওড়া দেখি,
সামনের গলিতে কতগুলো
বাচ্চারা খেলছে আর নিজেদের
মধ্যে হাসছে-খেলছে-হাসছে…
আমিও নিজের অজান্তে
সংক্রমিত হয়ে উঠি
ওদের খুশিতে,
ওদের সাথে মিশে গিয়ে
ওদের পায়ে পা মেলাই-
ধুলো ওড়াই ওদের সাথে-
মাটির গন্ধ মাখি ওদেরই মতন
আবার এক সময় ফিরে আসি,
মিশে যাই গভীর রাতে আগুনের সাথে……।

8 thoughts on “বসন্ত শুরুর বিকেল

  1. বসন্ত শুরুর বিকেল এর গল্প পড়লাম প্রিয় কবিবন্ধু রিয়া। খুবই সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বসন্ত শুরু হলো এবার বসে থাকার পালা কবে আবার আসবে ফিরে। এই পথ চাওয়াতেই বুঝি বেচে থাকা। সুন্দর লেখনির ক্ষমতা অনেক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।