সাজ

সাজ
যাযাবর জীবন

নারী তুমি সাজো কেন?
তোমার চোখে সুন্দর দেখাতে;

মেকআপের পরতে, কাঁচের আরশিতে কি সৌন্দর্য দেখা যায়?
তাহলে সৌন্দর্য কোথায়?

সৌন্দর্য আমার চোখের আয়নায়।

2 thoughts on “সাজ

  1. সৌন্দর্য আমার চোখের আয়নায়। অভিভূত হবার মতো লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।