সত্যের দল

কই রে অন্যায়ের প্রতিবাদীর দল
রক্তে আগুন জ্বালিয়ে চল,
প্রতিবাদ করে সত্যের কথা বলে
নিভিয়ে দে অগ্নি দাবানল।

ভেঙে দে ভেঙে দে জুলুমের যতো
হাঙ্গামা দাঙ্গামার দেয়াল,
উঠ তোরা জেগে এ প্রগতির যুগে
চারিদিক রাখ খেয়াল।

সতেজ চোক দিয়ে দেখো তাকিয়ে
বেদনায় কে হলো দাগী?
কোন অসহায় কাঁদে পড়ে ফাঁদে
হয়ে বিষণ বিবাগী।

কই রে অন্যায়ের প্রতিবাদীর দল
উঠ তোরা উঠ জাগি,
বাজিয়ে প্রলয় বিষাণ হয়ে পাষাণ
ধ্বংস কর :রে অভাগী।

কই রে সত্যের বীর হাতে নিয়ে তীর
দে রে দে এ বিশ্ব নাড়ী,
বিশ্বের কুসংস্কৃতি পিষে দে আকৃতি
লাথি মেরে নে উপাড়ি।

পায়ের তলায় পিষে নাও সব চুষে
ওরে ঐ প্রতিবাদীর দল,
ব্যভিচারীর বন্দীশালা ভাঙতে তালা
চল রে সবাই চল রে চল।

চল রে সবাই একসাথে সত্যের সাথে
আসুক যতো ঝড় বাদল,
যতো শয়তানি শক্তি করবো মুক্তি
আমরা সত্যের দল।

সত্যের দামামা বাজিয়ে চলবো ধেয়ে
মুক্তির নিশান উড়িয়ে,
বলে দে, সত্যবাদী মোরা নয় পথহারা
মিথ্যাবাদী দেই সরিয়ে ।

জাগো রে প্রতিবাদী আর নয় বন্দী
ঐ স্বার্থান্বেষীদের কোলে,
আমরা সত্যের দল মুছে অশ্রুজল
এগিয়ে যাই লড়বো বলে।

আমরা জোয়ান মানিনা তো কোনো
হুমকি বা হুশিয়ারি,
পৃথিবীর যতো শয়তানী অপশক্তির
করি না খবরদারি।

6 thoughts on “সত্যের দল

  1. কোট করতে হলে পুরো লিখাটিকেই ধরে আনতে হবে এখানে।
    কেননা লিখাটির প্রতিটি স্তবকই অসাধারণ হয়েছে।

    অভিনন্দন কবি মোঃ সাহারাজ হোসেন। গ্রেট জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক অনেক শুকরিয়া প্রিয় মুরুব্বী ভাই।
      অশেষ কৃতজ্ঞতা রইলো।

  2. পুরো লেখাটিই দারুন হয়েছে। অভিনন্দন।

    1. অনেক অনেক শুকরিয়া প্রিয় ভাই।
      অশেষ কৃতজ্ঞতা রইলো।

    1. অশেষ কৃতজ্ঞতা জানবেন।
      শুভেচ্ছা রইলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।