নির্মম পরিহাস

অর্বাচীনের মত যত কর উপহাস
গলায় পড়বে ঘ্যাগ সাক্ষী ইতিহাস।
ভুরি ভুরি কত ছলনারা হয়েছে ধূলিস্যাৎ
অসময়ে ক্রোধের অনল ঘিরবে অকস্মাৎ।
উদাসীন যারা বলছ কথা বেফাঁস
বুমেরাং হয়ে আসবে ঘিরে তামাশার ফাঁস।
কৃতকর্মের ফল, ঠিক ততটুকু যা করেছো চাষ
বুঝবে সেদিন কি ছিল পূর্বাভাস।
কার আদেশ, কেন দিয়েছেন আভাস
ফিরতে চাইলেও মিটবেনা অভিলাস।
নবায়ন হবেনা, রুদ্ধ হবে কণ্ঠ, আজীবন কারাবাস
অপরিণামদর্শিতার নির্মম পরিহাস।

4 thoughts on “নির্মম পরিহাস

    1. কি বলতে চাইছি আপনি ধরতে পেরেছেন
      তাই হালকা লাগছে নিজেকে
      শুভকামনা অনন্তhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় আপা। সালাম জানবেন। শুভ সকাল। :)

    1. সালাম,ধন্যবাদ দাদা
      শুভকামনা অনাবিলhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।