স্বপ্ন

জোনাব আলী স্বপ্ন দেখছেন। তিনি কাঠের বিছানায় শুয়ে আছেন। তিনজন লোক তাকে গোছল করাচ্ছে। বাড়িতে কান্নার রোল। দশ বছর বয়সী ছোট মেয়েটা ঠোঁট টিপে কান্না চাপার চেষ্টা করছে। তিনি আর সহ্য করতে পারলেন না। ঘুম ভেঙ্গে গেল। তিনি শুনলেন বাড়িতে কান্নার রোল। বাতাসে আগরবাতির ঘ্রাণ। তিনি কাঠের বিছানায় শুয়ে আছেন। তিনজন লোক খুব যত্নের সাথে তাকে গোছল করাচ্ছে। তিনি প্রাণপণে তাদের থামতে বলছেন, ছোট মেয়েকে ডাকছেন কিন্তু কেউ শুনতে পাচ্ছেনা।

3 thoughts on “স্বপ্ন

  1. আবু সাঈদ আহমেদ মানেই বিশেষ কিছু ! অসাধারন !

মন্তব্য প্রধান বন্ধ আছে।