মেঘ মরেগেছে

মেঘ মরেগেছে

এতো বরর্বতা এতো নিঠুরতা
এতো বাঞ্চিতা এতো অমানবিকরতা
এতো রক্তজল দেখে দেখে
আমার আকাশের মেঘ বাদল-
আষাঢ় শ্রাবণ মরে গেছে !

দুচোখে ফাল্গুন নয় নিঃসঙ্গীতায়-
নির্বধী ধু ধু অগ্নি স্বজল মাঠ!
তাও আবার একাচিত্তে দাবানল জ্বলছে,

এর শেষটা এতটুকু দেখবে না-
শুধু পরাজয় ঘটবে এক কালনিশার দুর্বৃত্তে;
এতপর মেঘলা বাদল আমার আষাঢ়
শ্রাবণ মরে গেছে।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “মেঘ মরেগেছে

  1. নতুন কিছু শব্দের অহরহ দেখা হয়। শুভেচ্ছা রইলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।