: ফজু, একটা নমিনেশিন পেপার যে কিনতি হয়!
: বড় ভাই কি ইলাকশন করিবেন!
: না রে ফজু, বাণিজ্যি করিবো।
: নমিনেশিন পেপার কিনিবেন ক্যানে!
: বাণিজ্যি করিবো, নমিনেশিন পেপার লাগিবে না! নমিনেশিন পেপার কিনিবার পরে বড় বড় কইরে দুইটা মিছিল করিবো, পুস্টার সাটাইবো, জনসংযোগ করিবো, ইনভেস্টমেন্ট, বুঝিছিস!
: না, বড় ভাই। সব করিবেন, ইলাকশন করিবেন না! ক্যামন ঝাইপসা ঝাইপসা লাগে।
: নির্বাচন করিলে ফেল মারিবো। তাই বাণিজ্যি করিবো।
: মানে?
: মানে অইলো ফাইট করিবার মত আমাগো তিন ক্যান্ডোডট আছে, তাগো কাছ থেকি ৫লাখ টাকা করি নিয়ি বইসে পরিবো।
: এব্যা বুঝিছি, বাণিজ্যি বুঝিছি।
: ফজু, পরশু নমিনেশিন কিনিতে যাবো, লোকজন রেডি কর, ট্যাক্যার জন্যি চিন্তা করিস না। তুই আমার ম্যানেজর, সব দায়িত্বি তোর।
ফজু লোকজন যোগাড়ের বায়নার টাকা নিয়ে বেরিয়ে পরে। তার মনের ভিতর খচখচ করে- আহা, ইনভেস্ট করার মত টাকা থাকলে একটা নোমিনেশন পেপার কেনা যেত! বহুদিন পরে সে বড় ভায়ের শত্রু আনিস মাদবরের আড়তের উদ্দেশ্যে হাটা দেয়।
অসাধারণ।
রাজনৈতিক বাস্তবতা।
খুব চেনা এই বাস্তবতা।
অসাধারণ লিখা।
* চমৎকার….
বাস্তবতা।