পদক

মোরশেদকে আটক করেছে পুলিশ। অভিযোগ গাড়িতে ঢিল ছুড়েছে। সে স্বীকার করছে না। এক দফা পিটানো হয়েছে। এখন পুলিশ যা বলছে তাই স্বীকার করে নিচ্ছে।

সন্ধ্যায় ওসি সাহেব ১৫ বছর বয়সী মোরশেদকে নিজের রুমে ডেকে নিলেন। মমতা ভরা গলায় সব জানতে চাইলেন। মোরশেদ জানালো সে মটর পার্টসের দোকানে চাকুরি করে। দুপুরে ম্যানেজারের জন্য হোটেলে ভাত আনতে গিয়েছিলো। সেখান থেকেই পুলিশ তাকে ধরে এনেছে। সে ঢিল ছুড়ে নাই। সে পঙ্গু মা আর ছোট বোনকে নিয়ে বস্তিতে থাকে। বাবা নাই। ওসি সাহেব সব শুনলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন। সারাদিন কিছু না খাওয়া মোরশেদকে পাশের হোটেল থেকে কিনে এনে মোরগ পোলাও খাওয়ালেন। রাত এগারোটায় মোরশেদকে বাবার কাছে পৌছে দিতে বেড় হলেন।

পরেরদিন জাতি পত্রিকা আর টিভির কল্যাণে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ভয়ংকর পেট্রোল বোমাবাজ মোটর মোরশেদের নিহত হবার সংবাদ জেনেছিল। কিন্তু ক্রাইম রিপোর্টাররা জাতিকে এটা জানালেন না ভালো পোস্টিং আর পদক পাওয়ার ক্ষেত্রে ওসি সাহেব অন্য প্রতিদ্বন্দ্বিদের তুলনায় কতটা এগিয়ে গেলেন।

জাতিকে সবকিছু জানতে নাই, জাতিকে সবকিছু জানাতে নাই।

16 thoughts on “পদক

  1. জাতীয় পুলিশ এবং পত্রিকা আর টিভির সার্বিক উন্নতি কামনা করে কোন উপায় নেই এই জাতীর। ইহাতেই আমাদের স্বাধীনতা প্রাপ্তির তৃপ্তি।

  2. জাতিকে সবকিছু জানতে নাই, জাতিকে সবকিছু জানাতে নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  3. হ্যাঁ জাতিকে সব কিছু জানতে হয় না।
    জানার কোন শেষ নাই
    জানার চেষ্টা বৃথা তাই।

  4. আমরা রাষ্ট্রে ঘটে যাওয়া ঘটনাবলী সবকিছু জনতে চাই না। শুধু জানতে ইচ্ছে করে, এভাবে বিচারবিহীন হত্যাকাণ্ড আর কতদিন চলতে পারে? ধৈর্যের ও একটা সীমা আছে বলে মনে করি।            

    1. ধৈর্যের সীমা ইনফিনিটি করে ফেলুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. কি বুঝাতে চেয়েছেন বিষয়টি অস্পষ্ট ….

  6. জাতিকে সবকিছু জানতে নাই, জাতিকে সবকিছু জানাতে নাই। 

  7. ওসি সাহেব সব শুনলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।