সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ (মাকে)

সাত

মৃতদেহের প্রথম নি:শ্বাস শরীরে এসে লাগে
চুমু খাই কপালে বুকে পায়ে — আমি ডোমেরও অধম
দেখি গায়ে চাঁদের উত্তাপ!
মৃতদেহের শোণিত ফিনকি দিয়ে বেরিয়ে এসে দুচোখ ভেজায়
কানের কাছে মুখ নিই, মৃতদেহ বলে:
মরে গেছি, তাই আমাকে ছেড়ে যাবি না তো?

ছুটে বেড়াচ্ছি নদীর ঘাটে দোকানে রাস্তায়
কিনে আনছি জলখাবার, মৃতদেহ মুখ ঘুরিয়ে শুয়ে
বলছে, এসব ছাইভস্ম ফেলে আমাকে আইবুড়ো ভাত কবে খাওয়াবি, বল

3 thoughts on “সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ (মাকে)

  1. ভাইয়া, আসসালামুআলায়কুম। বেদনাসিক্ত নয়নের নিদারুণ কান্নারই প্রকাশ দেখি আপনার সংক্ষিপ্ত প্রকাশে। ভালো লাগলো।

  2. “মরে গেছি, তাই আমাকে ছেড়ে যাবি না তো?”

    (মায়াজালে বন্দী ঘোর- আমরা মাতাল হতে পারি ক’জন? শুধু অভিনয় করে দোষ দেই ঈশ্বর!)

    কবি দা অনেক শুভ কামনা মায়ের জন্য।

  3. অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য প্রিয় কবি চন্দন দা। ভালো থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।