বৃষ্টি আমাকে দুঃখবাদী করে ফেলে
বিষণ্ণ মানুষের মুখ অবলোকনে
শরীরের পশম যন্ত্রণায় চিৎকার করে
মানুষের চিৎকারে আমি প্রভাবিত হই
কুকুরের কাতরানি আমাকে ব্যকুল করে
বড় বেশী জীবনের ক্ষয় হচ্ছে দেখে
অক্ষমতায় নিজের আঙুল কামড়াই
আমার জীবন ইস্ত্রি করা সার্টের মত
ভাজে ভাজে যত্নের ছাপ
তবু মানুষ বা প্রতিবেশের বিপণ্ণতা
আমাকে কুঁকড়ে মারে, আমার উতলা
অস্তিত্বে হামলে পড়ে কষ্টাশ্রিত মানুষের মুখ
আমি পারি না, অস্থির সময় অসহ্যতায় পুড়ায়
আমি পারি না কুকুরের কাতরানি সহ্য করতে
বৃষ্টি মুখর সন্ধ্যায় কাঁদা পানি মেখে ঘরে ফেরা
অসহায় মানুষের মুখ আমাকে নিঃশেষ করে দেয়
লাল মোরগের ছানা হারানোর কষ্টে আমি ব্যাকুল হই
শুধু জঙ্গিদের জন্য মুখে জড়ো হয় একদলা থু থু
ঘৃণার পেশাবে যদি ভিজিয়ে দিতে পারতাম
ছিন্নভিন্ন তাদের শরীর…
“শুধু জঙ্গিদের জন্য মুখে জড়ো হয় একদলা থু থু”
জঙ্গিবাদ ধুয়ে মুছে যাক। শুভেচ্ছা নিন কবি। শুভ সকাল।
কোন ধরণের ম্যাসাকার বা গুপ্ত থেকে মানবহত্যা কখনই সমর্থন করি না।
জঙ্গিমানুষ আমাদের সমাজের পচনশীল মানসিকতার এক শ্রেনীর অমানুষের নাম।
অনেক অমানুষের ভীড়ে অধঃপতন অনাকাংক্ষিত।