ওগো প্রিয় আমার, তুমি ছাড়া কেন
কিছুই আর ভাল লাগে না ?
শুধুই চেয়ে থাকি আকাশ পানে
উদাসী মেঘে হই আনমনা।
কৃষ্ণচুড়ার বনে লেগেছে আগুন
সে আগুন আমার মনে জ্বলে,
ছায়াঘন পথের ধারে থাকি বসে
তোমার ছায়া দেখতে পাবার ছলে।
আঁকাবাঁকা পথ ধরে চলতে থাকি
যদি পাই হঠাত তোমার দেখা,
নিশুতি রাত, ভালোবাসা কথা কয়
সবখানে তোমারি নাম আছে লেখা।
“সবখানে তোমারি নাম আছে লেখা।”
প্রেম সর্বত্র বিরাজমান… শুভেচ্ছা নিন কবি দিদি, শুভ সকাল।
এমন রোম্যান্টিক লিখা পড়লে সকালটাই সুন্দর হয়ে যায়।
রোমান্টিকতায় ভরা, বেশ চমৎকার । মনের আকুলি – বিকুলির স্বচ্ছ প্রকাশ। দোয়া র’লো।
ভালো লাগলো
শুভকামনা থাকলো