নিঝুম নীল সাগর তীরে
এলোমেলো ঢেউ আসে ধীরে ধীরে
তোমার গানে সুরের খেয়া বেয়ে।।
এলোমেলো ঢেউ আসে ধীরে ধীরে
তোমার গানে সুরের খেয়া বেয়ে।।
নীলিমার নিচে এ গান
যদি শুনতে চায় শান্ত সাগর
বলব তাকে না না শুন না
এ গান শুধু আমারই
বেধে রেখেছে অনুরাগ দিয়ে।।
ওই নীলাঞ্চল উড়িয়ে
দখিণা চৈতি হাওয়ায়
জড়ালে আপন খেয়ালে
হৃদয় বীণার ঝঙ্কারে
ভালবেসে তুমি আনমনে।।
সুরের খেয়ায় হৃদয় ভাসাই। অভিনন্দন প্রিয় বন্ধু। শুভ সকাল।
ধন্যবাদ প্রিয় বন্ধু!
“নীলিমার নিচে এ গান
যদি শুনতে চায় শান্ত সাগর
বলব তাকে না না শুন না
এ গান শুধু আমারই
বেধে রেখেছে অনুরাগ দিয়ে।।”
বাহ্বা! ভালো, খুউব ভালো!
আমরা কিন্তু শুনে নিয়েছি!
ভারী অন্যায় করেছেন কিন্তু!

চমৎকার দৃশ্য, চমৎকার বর্ণনা।
ধন্যবাদ জনাব, লাল গোলাপ শুভেচ্ছা।
ওই নীলাঞ্চল উড়িয়ে


দখিণা চৈতি হাওয়ায়
জড়ালে আপন খেয়ালে
হৃদয় বীণার ঝঙ্কারে
ভালবেসে তুমি আনমনে।।
অনেক ভালো লিখেছেন ভাই, শুভ কামনা থাকলো।
ধন্যবাদ প্রিয় বন্ধু!
