পথের যাতনায় পথিক

পথের যাতনায় পথিক

চাইতে তারে
দূর বহু দূর ঘুরে
কত তেপান্তরের গা পেরিয়ে?
হাসি কান্নার;
হাওয়ার তালে তালে
ঋতু বয়ে যায় মৃদু লয়ে।

তারে খুঁজতে
পাপ পূণ্যের আঁধার সংসয়
পূণ্য জ্বলে নক্ষত্র বিভাসে
আঁধারে খুঁজি তারে কিসের তরে?
যদি মঙ্গোলা’লোকে
বসবাস তারই;
তয় কেন হাহুতাশে রক্ত খুনে?

খুঁজিতে খুঁজিতে তারে
দিন যে ফুরালো, আর কত পথ?
যেতে হবে র্নিমোহ শূন্য লয়ে!
মুছে কিসে? পথের যাতনায় পথিক

১৪২৩/২০, চৈত্র/বসন্তকাল।

8 thoughts on “পথের যাতনায় পথিক

  1. আপনার লিখা বরাবরের ন্যায় ভালই লাগলো দোস্ত। দোয়া করি আল্লাহ যেন ভালো রাখেন।

  2. পথের যাতনায় পথিক … এই বাক্যটিতেই আমি পুরো কবিতার সার্থকতা খুঁজে পাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. তারে খুঁজতে
    পাপ পূণ্যের আঁধার সংসয়
    পূণ্য জ্বলে নক্ষত্র বিভাসে
    আঁধারে খুঁজি তারে কিসের তরে?https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif
    ভালো লাগলো শুভকামনা থাকলো।

  4. পথিকের কবিতায় শুভেচ্ছা জানাই চারু কবি। শুভ সকাল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।