সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ (মাকে) ১২

বারো

সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ
যতগুলো দীর্ঘপথ ঘুরে ঘুরে বাতাসে লাঞ্ছিত
একদিকে ছায়াসারি, অন্যপিঠে সোয়েটার-পরা রোদ্দুর
তুমি তার খুব কাছে হ্রদের এগারোতলা বাড়ি

জলের নির্ভুল তীরে পাখি সাদা, পাখি অবারিত
জল — যাকে কতবার কলসিতে ঘুম পাড়িয়েছ
মানুষের কোলে কোলে জন্মেছে পাহাড়
তাতে ভাসে আকাশের দুই স্বেচ্ছাসেবী

যেখানে রাক্ষস বসে, যেখানে সমস্ত বাতি
রাত বিভীষিকা হলে মাটি ছেড়ে খেচর, উড্ডীন —
দুশো ওয়াটের চাঁদ, ফিলিপসের শুকতারা,
বলতে নিজেরই হাসি পায়, বললে নিজের থুতু
নেমে আসে, লোকে তাকে বজ্রপাতসহ বৃষ্টি বলে

সমস্ত অগ্নির মধ্যে চিরস্নিগ্ধ তোমার আগুন…

(শেষ)

2 thoughts on “সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ (মাকে) ১২

  1. সব জলপ্রপাতের মধ্যে তুমিই মহৎ মা।
    চিরন্তন এই ভাবনা চিত্তকে ধারণ করা বারো এপিসোডের প্রতিটি পর্বই ছিলো অসাধারণ।

    সফল সমাপ্তির অভিনন্দন প্রিয় চন্দন দা।

  2. কবির লেখায় জলপ্রপাত মহৎ শুধু তাই নয় বৃহৎ। বিশ্বব্যাপী মহৎ ও বৃহৎ হয়ে থাক। আপনার জন্য দোয়া র’লো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।