আমিও আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছি
আজকাল আয়নায় স্পষ্ট ছায়াও পড়েনা আর
শতমুখী রোদ্দুর বিকশিত হলে
আমিও হারিয়ে যাই,
নিজেকেই খুঁজি
পাইনা
এই ঝিলমিল অসময়ে।
5 thoughts on “নিজকিয়া ১৫”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমিও আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছি
আজকাল আয়নায় স্পষ্ট ছায়াও পড়েনা আর
শতমুখী রোদ্দুর বিকশিত হলে
আমিও হারিয়ে যাই,
নিজেকেই খুঁজি
পাইনা
এই ঝিলমিল অসময়ে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
লেখকের সাথে পাঠক … ইয়ে মানে আমারও মনের অবস্থা খুঁজে পাওয়া গেলো।
অল্প কথায় সুন্দর কবিতা।
অনেকদিনের জানার আগ্রহ ‘নিজকিয়া’ মানে কি?
ভালো লাগল দাদা
কথা বেশি, বিষয় বিষদ। চমৎকার।
এই লেখায় কথা কম কিন্তু বিষয়বস্তু বিষদ। তা্ই লিখা চৎকার। মন্তব্যটি শুধরে পড়াড় জন্য অনুরোধ করা হলো।