ছলসম্পর্কের মেঘ

বৃষ্টিগুলো নিজেদের সাথেই গড়ে তুলছে গভীর সম্পর্ক
কোনও উত্তর পাবে না জেনেও নিজেদের কাছেই নিজে
প্রশ্ন রাখছে নদী।
কেমন আছে নদ—
কেমন আছে ঢেউয়ের ননদ—
তারা কি এখনও অট্টহাসিতে ফেটে পড়ে আষাঢ়ের রাতে !

জোনাকীরা নিজেদের জন্যই জমিয়ে রাখছে
ছলসম্পর্কের মেঘ।
কোনো দিনও ঝরবে না জেনেও এই
গ্রামের কিশোরীরা বুকে সঞ্চয় করছে
সামুদ্রিক শিল্পপাথর।

3 thoughts on “ছলসম্পর্কের মেঘ

  1. কবিতার জন্য ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই। শুভেচ্ছা নিন।

  2. কোনো দিনও ঝরবে না জেনেও এই
    গ্রামের কিশোরীরা বুকে সঞ্চয় করছে
    সামুদ্রিক শিল্পপাথর।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।