টুটাফুটা গেরস্থালির রংচটা উপকথা

সাঁঝবিহানের আকাশটা গাঙাইলো,
ভরা মাসের সূয্যিঠাকুর লুকাইং গেল
ম্যাঘবিছানায় চাদর উরে,
আর তড়াং কইরে ফুটফুটালির বাপ
চিচাইন দিল বড় মালের লিশা
চাপলেক রে মাগী।

ক চাঁদ দেখলম এ দুনিয়াদারি
কড় গুনে আর বইলতে লারি,
দশট দিনও ফুরফুরায়েঁ চলে না
ইদিক উদিক গুল্লাবাজী
ইঁটাভাটা, লফঙ্গাকাজ,
রাতবিরেতে ফুটফুটালির বাপট মাতাল
লিশার চাপট মাথায় চাপে,
নিয়ম কইরে পিটাইন পদে
গ্যাঁজলা মুখে আইঙ্গনা ধারে উল্টাইন যায় ;
ঠিক তখনই বড় টরচের আলো
মুখের উপর পনদের উপর
টান মেইরে ল্যাংটা করে,
তারপদ্দিন দুমুঠা ভাত …
আহ উরে সোনমুগুলি ভাতের গন্ধ
বডই মিঠাস, লুনের ছিটায়।

বছর বছর বিয়াইন যেছি
কুনট যে কার বুইঝতে লারি,
আমিই শালু ডবকা মাগী
বুইঝতে লারি মানহুষ বটি
নাকি শুধুই সম্পত্তি!

আকাশ শুধু গাঙাইং গেলে মাথায় ঢুকে
আজকে রাতেও ঘুম চৌপট,
খালি পেটেই পাতার ঘরের জলকে বাঁচি,
বচ্ছরকার পরবপিঠার সুবাসটুক্ও
কাটাইন পালায় এ গাঁয়ের তরসীমানা,
হে ভগমান! তুও ভালছি ভোটবাবুর দারমান হলি!

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

2 thoughts on “টুটাফুটা গেরস্থালির রংচটা উপকথা

  1. উপজাতীয় বা চেনা নেই এমন কোন সম্প্রদায়ের শব্দকথনে লিখায় দারুণ ফুটে উঠেছে প্রিয় সৌমিত্র। কখনও কখনও ভাবি এতো এতো আইডিয়া মাথায় রাখো কি করে !!

    শুভসকাল। ভালো থাকা চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক ভালো লাগলো
    উপজাতিদের জীবন ইতিহাস চমৎকার ফুটে উঠেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।