ভূতের গল্প

বাঁশ গাছেতে ভূত বসেছে
ঝুলিয়ে দু খান পা,
শেওড়া গাছে পেত্নী নাচে
তাইরে নাইরে না।

নিমগাছে ওই ঝিম ধরা ভূত
করছে বিশাল হা,
তাইনা দেখে কান্না করে
মামদো ভূতের ছা।

ব্রক্ষ্মদত্যি নাকি সুরে
গান ধরেছে রাত দুপুরে,
গান শুনে পা ভেঙেছে
লুল্লু ভূতের মা।

রাতযে ওদের সকালবেলা
তাইতো তখন হাসিখেলা,
ছোটরা সব ঘুমের দেশে
খেলছে তখন ছদ্মবেশে।

4 thoughts on “ভূতের গল্প

  1. দাদু, আমি এমন যায় গায় যেখানে নেট নাই। তোমার লিখা ভালো মান সম্পন্ন। দুদিন পর ঢাকা ফিরে যাব।

    1. আশাকরি আপনার কুশলেই ঢাকায় ফিরেছেন দাদাভাই .. শুভেচ্ছা অফুরান

  2. সাবলীল ভাষার ছড়া পদ্য সর্ব জনেই ভালো পায়। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।