যদি আমায় ভুলে যাও তুমি
ভুলো না আমার এ গান
ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে
জুড়িয়ো তোমার প্রাণ।।
যদি নিশীথে জাগে মনে
শিয়রে দীপ জ্বেলে বাতায়নে
খুঁজো আমায় তারার মিছিলে
রাত জাগা পাখি হয়তোবা
শোনাবে আমারই গান।।
বিকেলে মিষ্টি রোদে বসে
দৃষ্টি মেলে দিও দূর গগনে
কখনো খুঁজে সন্ধ্যায় সেই
উদাস নদীর তীরে আমারই সুরে
শুনো পাখির গান।।
“যদি আমায় ভুলে যাও তুমি
ভুলো না আমার এ গান
ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে
জুড়িয়ো তোমার প্রাণ।।”
আহা! সত্যি প্রাণ জুড়িয়ে যায় এমন গানে! কিন্তু কি সেই গান? গোপন রাখছেন কেন!
“যদি নিশীথে জাগে মনে
শিয়ের দীপ জ্বেলে বাতায়নে”
এখানে শিয়রে হবে কি না! যাই হোক, গানটা কিন্তু শুনতে চাই দাদা!
হ্যা কি বোর্ড গুলি কেমন যেন! লিখতে চাই একটা আর হয়ে বযায় আর এক। মনে কষ্ট নিবেন না ভাইয়া ঠিক করে দিয়েছি!
বেশ সুন্দর লাগলো।
খুব ভাল কথা! ধন্যবাদ!
আমায় নহে নহেগো প্রিয়, ভালবাস মোর গান —– এই আকুতিই যেন খুঁজে পালাম। ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
আকুতি আর মিনতি সবারই এক, তাইতো খুজে পেতে কষ্ট করতে হয়নি।

শুভেচ্ছা প্রিয় বন্ধু মোঃ খালিদ উমর। শুভ নববর্ষ।