এক ছিল সরকার
ব্যামো তার তরকার
যখন তখন কাঁদে কাটে।
কেঁদে বলে প্রেম চাই
প্রেম ছাড়া গেম নাই
বুদ্ধি কি এমনই খাটে!
জেন্ডার মেল হলে
ফুলে ফুলে ঢলে ঢলে
সমুদ্র পার মুঠোভাষ।
কেউ লেখে মেমসাব
কারো কৃষ্ণ ভাব
পরকীয়া থরে পরকাশ।
সবই নাকি দুদিনের
প্রেমিকেরা সুদিনের
হাওয়া ছাড়ে যেন বাৎকম্মো!
লাভেরও ফোবিয়া হয়
সরকারি ক্যাশ ক্ষয়
রোমান্স কি রতিসুখ ধম্মো!
ইন্টারেস্টিং লিখা। অভিনন্দন প্রিয় সৌমিত্র। শুভ সকাল।

পড়লাম দাদু তোমার কবিতা
ভালো লাগা রইল
কবি দাদা,
অনবদ্য…