কথাসমাগম

কথা পূর্ণ হয় না সোহিনী
আশৈশব কাল থেকে যত ইতিহাস আমি চিনি
তুমি জানো — তারও বেশি ইচ্ছের ভ্রমণ…
শতায়ু বৃদ্ধের মন
তবু কথার পাগড়ি পরে আছে!
হিমবাহে নিরঙ্কুশ একা উঠে গিয়ে
উদ্ভিদের গাঢ় মধ্যে ব’সে কেউ
একদিন হঠাৎ সিদ্ধাই।
নিশ্চুপের ফোঁটা টুপিয়ে টুপিয়ে পাওয়া
তার অলৌকিক
জনপদে ফিরে গেছে খচ্চরের পিঠে
বল, কেন?
ক্ষণজন্মা বাক্য হবে, তাই
জননীজর্জর বোল ভেসে আসে ভোরবেলা, সে-ই
মুমূর্ষু ছায়ার কানে হরিনাম
অসমাপ্ত…শেষ।
কথাসৈন্য কী নরম — ভাবো যদি, হাসিমাখা আলজিভ
কেঁপে উঠছে এক অক্ষৌহিণী…
কথা পূর্ণ হয় না, সোহিনী

2 thoughts on “কথাসমাগম

  1. দৈনন্দিন অনেক লিখাই পড়া হয়। তবে আপনার লিখা শব্দ বিন্যাস নির্ভুল পাই।
    অভিনন্দন প্রিয় চন্দন দা। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।