ঘুমগীত

নাতিদীর্ঘ ঘুম শেষে চোখে লেশ লেগে রয়
ঘুমের আকুলি বিকুলি স্বপ্ন জাগরণে তাড়া
দিতে শুরু করলে পড়ন্ত বেলা পড়শি পাড়ার
ডাক দিয়ে যায়, আমার হৃদয় কুটুম্ব ওপাড়ায়
থাকে, হৃদয় আহ্বান উপেক্ষা করতে
পারি না, অসময়ের ঘুম অসমাপ্তই থেকে যায়…

2 thoughts on “ঘুমগীত

  1. কবিতায় শুভেচ্ছা প্রিয় মকসুদ ভাই। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।