নির্বাক

কোথাকার নীল তুমি?
কোথাকার ধবল কাশফুল?
আমি জন্ম হতেই কালো কৃতদাস।
আমার নখে নোনাজল
আমার ভাংগা কেশে তারার হাহাকার
ঘামে শুকনো রুটির গন্ধ।

জানতে চাও?
কার জন্য এই কবিতা।
কার জন্য ল্যাম্পপোস্টের নীচে নির্বাসন?
আর রং চায়ে কড়া মেকাপ?

আমি লুকোতে চাই।
আমাকে তুলে ধরো শুন্যে।
ছুড়ে ফেল ডাস্টবিনে।
বুক চিরে বীজ বুনে দাও সবুজের।

ভেবোনা তোমার শাড়িতে খুজেছি
আমার আদিম উন্মাদনা।
নষ্ট অহংকারের হাসি।
আমি গল্পের চিত্রায়িত প্রেমিক নই।
আমি মায়ায় আটকে পরা দাস।

তুমি বরাবরের মতো আজও নির্বাক।

তোমার নির্বাকতায় আজ আমার অভিশাপ।

কাব্যকাল সম্পর্কে

কবিতা লেখার প্রবল ইচ্ছা থেকে কবিতা লেখা। কবিতা হিসেবে আলোচিত হোক বা না হোক এইগুলো আমার কবিতা। আমার ভালবাসা। বি:দ্র: নিজের পরিচয় বা সম্পর্কে বলতে শ্রেফ ভালো লাগে না।

2 thoughts on “নির্বাক

মন্তব্য প্রধান বন্ধ আছে।