শতেক বছর পরে দেশে গাও গেরাম আর থাকবে না
বৌ কথা কও সুরে পাখি সকাল সাঁঝে ডাকবে না।
বৌ কথা কও সুরে পাখি সকাল সাঁঝে ডাকবে না।
বিজলী বাতি কেড়ে নিবে চাঁদের হাসি তারার মেলা
কলসী কাঁখে জল ভরিতে আসবে না আর পল্লী বালা,
মাটির প্রদীপ জ্বেলে কেহ পথ চেয়ে আর থাকবে না।
লতায় ঘেরা সবুজ বনে ছোট্ট পাখি হলদে ফুল
ঝিলের জলে শাপলা শালুক শান্ত দিঘী নদীর কূল,
থাকবে সবই এই দেশেতে চোখ মেলে কেও দেখবে না।
আসলেই আমরা আমাদের …. আমাদের বলে কিছু থাকবে না।
সুন্দর সত্য সাবলীল ছড়া পদ্য। শুভ সকাল বন্ধু।
যা আমাদের তার সবকিছু হয়ে যাবে যুগের।
থাকবে সবই এই দেশেতে চোখ মেলে কেউ দেখবে না
দেখার মত সেই চোখ কি আর থাকবে?
অল্প কথায় দারুণ প্রকাশ দাদু।

দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
হাই হ্যালো।
দারুন।
আপনার কল্যান হোক।