অণুকাব্য / সত্য বাক্য

১.
অবান্তর কথা,
কখনোই বলা যাবে না তা।
২.
নামাজে সকল লোকে,
যেন আল্লাহর প্রতি আকৃষ্ট থাকে।
৩.
নামাজে যে সূরা এবং দোয়া উচ্চারণ করে,
সবই যেন উপলব্ধিতে থাকে অন্তরে।
৪.
যা অপ্রয়োজনীয়,
তা অবশ্যই বর্জনীয়।
যা অপছন্দনীয়,
তা অবশ্যই বর্জনীয়।
৫.
যে সব কাজে বা কথায়
লাভ না হয়, তা অবশ্যই বর্জনীয়।
৬.
দুনিয়া মূলতঃ পরীক্ষাগৃহ
অমূলক কাজে লিপ্ত হয় না যেন কেহ।
মূলতঃ দুনিয়ায় মাপা-জোখা মেয়াদ,
কোনো এক সময় নিতেই হবে মৃত্যুর আস্বাদ।

চলবে………….

2 thoughts on “অণুকাব্য / সত্য বাক্য

  1. নামাজে যে সূরা এবং দোয়া উচ্চারণ করে,
    সবই যেন উপলব্ধিতে থাকে অন্তরে।

    ___ সুবহান আল্লাহ। আমীন।

  2. অত্যন্ত সুন্দর ও প্রয়োজনীয় কথাবার্তা।
    সবচেয়ে ভাললেগেছে এই দরকারী কথাগুলো সুন্দর করে ছন্দোবদ্ধ করে দিয়েছেন। এই বিষয়গুলো সহজে মাথায় থাকবে। এমনকি বাচ্চাদেরকে ছড়া হিসেবে ছোটোবেলা থেকেই তালিম দেয়া যাবে।

    অনেক শ্রদ্ধা গ্রহন করুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।