পিরিতির অষ্টপাশে ঘেসলেই
ও মন মনা – সঙ্গিনী হতে হবে-
এমন রীতি আছে কথায় লেখা
পিরিতি হলো অষ্টপাশের ভেলা-
ঠিক যেমন ফুটবল ক্রিকেট খেলা।
জীবন সংসার হলো অমৃতসুধা
জীবন গোলত করে পিরিতের খোদা
যুগের উপর যুগ থাকে রঙিন ফ্রেমে সাজা
পিমাত্মীয়র স্বীকৃতি ছাড়া পিরিতি
করে অলা ভুলা কর্মের ভীষণ জ্বালা!
তাই বলি খেলো কানামাছি বোউঝি
আর ভেবো না সঙ্গীনি চিতলমাছের কাটা।
পিমাত্মীয়র স্বীকৃতি ছাড়া সেজো না-
কলাগাছের মতো সংসার জীবনী
যাও খেলে যাও শুধু অষ্টপাশের আসমানি।
অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি মি. সরকার।
শুধু অষ্টপাশের আসমানি
শুভকামনা থাকলো।