জেনে বুঝে একিই ভুলে বারবার জড়িয়ে পড়ি
পতিত হই…কর্দমাক্ত হই, চোখে ধোঁয়াশার ছানি
করোটিতে ঘুনো পোকার বসবাস; ভাঙ্গনের ধ্বনি
সন্তপ্ত গ্লানি ঝেঁকে বসেছে অন্তর্যামীর বৃন্তে-
কুরে কুরে খেয়ে নিচ্ছে অস্থি -মজ্জা…প্রাণের নিবাস!
দূরে… বহুদূরে শুনি শঙ্খধ্বনি
আত্মার নিবিড়ে মুক্তির আর্তনাদ; যদিও শোণিতের স্রোতে
বয়ে বেড়াই শাশ্বত সুর… পরমত মর্ম বাণী।
জানি, আমারই ভুল
মার্জনা অযোগ্য নিরন্তর অপরাধ…পুণ্য অপ্রতুল!
ভুলের দহন এগুচ্ছে দাবানলের পথে
আমার সামনে দানবীয় মুখাবয়ব, রক্তচক্ষুর নির্মম কটাক্ষ
দিশেহারা পাখীর মতন আমার চটপট…উত্তেজনা
প্রভু হে…
মার্জনা করো…
তুমি হীনা আমার আর কোন উপাস্য নেই জানা।
দাউদুল ইসলাম
আত্মার নিবিড়ে মুক্তির আর্তনাদ;
… আজকের লিখাটিকে আমি পাঁচ তারকা উপহার দেবো স্যার।

“প্রভু হে…
মার্জনা করো…
তুমি হীনা আমার আর কোন উপাস্য নেই জানা।”
— আমীন। আমার সালাম এবং শুভেচ্ছা জানবেন কবি।