মার্জনা করো

জেনে বুঝে একিই ভুলে বারবার জড়িয়ে পড়ি
পতিত হই…কর্দমাক্ত হই, চোখে ধোঁয়াশার ছানি
করোটিতে ঘুনো পোকার বসবাস; ভাঙ্গনের ধ্বনি
সন্তপ্ত গ্লানি ঝেঁকে বসেছে অন্তর্যামীর বৃন্তে-
কুরে কুরে খেয়ে নিচ্ছে অস্থি -মজ্জা…প্রাণের নিবাস!
দূরে… বহুদূরে শুনি শঙ্খধ্বনি
আত্মার নিবিড়ে মুক্তির আর্তনাদ; যদিও শোণিতের স্রোতে
বয়ে বেড়াই শাশ্বত সুর… পরমত মর্ম বাণী।
জানি, আমারই ভুল
মার্জনা অযোগ্য নিরন্তর অপরাধ…পুণ্য অপ্রতুল!

ভুলের দহন এগুচ্ছে দাবানলের পথে
আমার সামনে দানবীয় মুখাবয়ব, রক্তচক্ষুর নির্মম কটাক্ষ
দিশেহারা পাখীর মতন আমার চটপট…উত্তেজনা
প্রভু হে…
মার্জনা করো…
তুমি হীনা আমার আর কোন উপাস্য নেই জানা।

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “মার্জনা করো

  1. আত্মার নিবিড়ে মুক্তির আর্তনাদ;

    … আজকের লিখাটিকে আমি পাঁচ তারকা উপহার দেবো স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png

  2. “প্রভু হে…
    মার্জনা করো…
    তুমি হীনা আমার আর কোন উপাস্য নেই জানা।”

    — আমীন। আমার সালাম এবং শুভেচ্ছা জানবেন কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।