দূর ছাই ভাললাগে না আর
এই বাড়িঘর সংসার
সারাদিন বউয়ের ঘ্যানঘ্যান প্যানপ্যানানি
তার সাথে যোগহয় হাড়ি পাতিলের ঝনঝনানি
ছেলে পেলে আছে মোটে গোটা দুই
কুড়াল চালায় তারা যেখানে চলে না সুই
এরে ধরে তারে মারে
কার ডাব কার গাব কখন যে পাড়ে
সারাদিন সকলের এই সব নালিশ
চুল সব যায় বুঝি করিতে সালিশ
দিন রাত ঘানি টানাটানি ছেড়ে দিয়ে
ভাল হয় সন্ন্যাসী বনি যদি বনে গিয়ে
জগত সংসার মিথ্যে মায়া
মুক্তি পাবে ছেড়ে দিলে তার ছায়া
এই ভেবে মতি মিয়া বের হয়ে আসে
সে আর থাকবে না জগতের কারো পাশে
বনবাসি হবে বলে বনের দিকে চলে
সন্ন্যাসী জীবনের শুরু হবে কিছু ক্ষণ পরে
লুঙ্গি বাধা ছিল কোমরে
খুলে নিয়ে শকত করে আবার পরে
কয়েন কয়েক গোঁজা ছিল তাতে
লুঙ্গি খুলতে ঝরে পড়ে মাটিতে
কানে যেতে কয়েনের আওয়াজ
ভুলে গিয়ে সব ক্যাওয়াস
তুলে নিয়ে সেলাম করে বার দুই
টাকা বড় প্রয়োজন যতই সন্ন্যাসি হই
শেষ লাইনের বুকিং দিয়ে রাখলাম মি. আনু আনোয়ার।
বাংলাদেশের পুরা সেন্ট্রাল ব্যাঙ্ক দিয়া দিলাম আপনারে। ইচ্ছামত টাকা ছাপায়া লন। ছাপায়বেন, খাইবেন আর বিলাইবেন
অসংখ্য ধন্যবাদ জটিল উফায় বাতলানোর জন্যি। পরে কি হইবে !! এইরাম !!
ছবিটা আপনি যেমন দিয়েছেন তার একটু কারেকশন হবে, এইভাবে
একটা টাকা বৃক্ষের ছবি দিসিলাম। ঐ টা মনে হয়
টাকার বীজ হয়ে গেছে।
“দিন রাত ঘানি টানাটানি ছেড়ে দিয়ে
ভাল হয় সন্ন্যাসী বনি যদি বনে গিয়ে
জগত সংসার মিথ্যে মায়া
মুক্তি পাবে ছেড়ে দিলে তার ছায়া”
মতি মিয়ার লগে আমিও একমত পোষণ করি!
স্যার, মতি মিয়ার বউ আছে একখান, পোলাপাইন আছে দুইখান। আপনের কয় খান?
টাকার চাইতে বড় আর কি আছে এই দুনিয়ায়?
আছে জনাব। এইরাম বৌ।
বৌর মুখ বাইন্ধা থুইছেন কেন?
বকবকাইতে দেন!
স্বাধীনতার খেলাপী হইবেন না!
খালিদ ভাইয়ের কাছে নানান কিছিমের বউয়ের সংগ্রহ আছে। মুখ বান্ধা, মুখ খোলা সব লাইনের।
মন্তব্যের ঘরে ছবি দেয়া প্র্যাকটিশ করেছি মাত্র, এর বেশি কিছু নয়।
তারপরে ছবিটা কাজে লাগব। মতি মিয়া বনে যাইতে চাইছে। এখন দেখি বনে না গিয়া রণে মানে আগুনে যাইতে পারে কি না!
টাকা বড় প্রয়োজন যতই সন্ন্যাসি হই ।

মতি মিয়ার প্রতি সহানুভুতি !!!
খালি খালি সহানুভূতি না দিয়া রকেটে কইরা কিছু টাকা পাঠায়া দ্যান।
ঐ ব্যাটা খাইয়া ফুলুক।