সুপ্রিয় ব্লগারগণ
জীবনের ধর্মানুযায়ী কখনো কখনো সময়ের বৈরিতার শিকার আমাদের হতেই হয়। তবে বৈরিতার করাল গ্রাসে হারিয়ে না গিয়ে কোনো এক জ্বলজ্বলে নব প্রভাতে নতুন করে আবারো সবকিছুকে শুরু করাই হয় সফলতার অন্যরূপ। প্রতিটা জীবনের সাথেই এই সময়ের বৈরিতা অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে আছে। তেমনি করে, শব্দনীড়ও এমনি এক সময়ের বৈরিতার শিকার হয়ে মাঝখানে কিছুটা সময় প্রায় নিশ্চল হয়ে পড়েছিল। তবে হারিয়ে যায়নি, সবকিছুকে পাশ কাটিয়ে নব উদ্যমে আবারো শুরু করেছে পথচলা। শব্দনীড়ের সকল লেখক পাঠকের জন্য এ যেন পরম পাওয়া। বাংলা ব্লগগুলোর এমন দুর্দিনেও অসীম সাহসিকতার সাথে শব্দনীড়ের এই সফলতাকে অভিনন্দন জানাই।
সকলের পদচারণায় যখন মুখরিত এই নীড় তখন আরও একটি সুসংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এইতো কিছুদিন হলো; ঋতুর আবর্তে এলো প্রাণের বৈশাখ। আর এই বৈশাখের সকলের আনন্দকে স্মৃতিতে একই সুঁতোয় গেঁথে রাখার প্রয়াসে প্রাণের এই শব্দনীড় হতে প্রকাশিত হতে যাচ্ছে …
শব্দনীড় ই-ম্যাগ: “নববর্ষ ১৪২৪ সংখ্যা”।
শব্দনীড়ের সকল নিবন্ধিত ব্লগার এই লিটলম্যাগের সংকলনে অংশগ্রহণ করতে পারবেন। আসুন সকল ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আরো প্রাণবন্ত করি তুলি এই আয়োজনকে। ই-লিটলম্যাগ সম্পর্কিত বিস্তারিত উল্লেখ করা হলোঃ
* লেখার বিষয়বস্তুঃ উন্মুক্ত
* লেখা জমা দেবার বিভাগসমূহঃ
০১. অনুগল্প।
০২. ছোট গল্প।
০৩. গল্প।
০৪. রম্যরচনা।
০৫. কবিতা।
০৬. ছড়া ও পদ্য।
০৭. কবিতা বা সাহিত্য বিষয়ক প্রবন্ধ।
০৮. শিশুতোষ সাহিত্য।
০৯. ভ্রমণ কাহিনি।
১০. মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিকথা।
১১. চিঠি।
* তিনটি বিভাগে একটি করে মোট তিনটি লেখা জমা দিতে পারবেন।
* লেখার লিংক মন্তব্যের ঘরে উল্লেখ করে লেখা জমা দিতে পারবেন।
* ই-মেইলের মাধ্যমেও লেখা জমা নেয়া হবে।
* ই-মেইলঃ [email protected]
*লেখা জমা দেয়ার শেষ তারিখঃ ১০ই মে ২০১৭।
তবে আর দেরি কেন! লিটলম্যাগকে সমৃদ্ধ করার জন্য প্রকাশ করে ফেলুন আপনার সেরা লেখাটি। সকলের জন্য অশেষ শুভকামনা এবং ধন্যবাদ। শুভ ব্লগিং।
দারুণ এই উদ্যোগ। প্রকাশনার এই সাফল্য হোক সকলের।
অনন্য এবং সৃজনশীল এই অভিযানের অগ্রিম অভিনন্দন মি. প্রহেলিকা।
লেখা দিয়ে দিন। মুরুব্বী নিক দখল করেই কেবল বসে থাকলে হবে না। মুরুব্বীই যেন শুরু করেন প্রথমে।
পারিবারিক কিছু সমস্যায় মনযোগ দিতে না পারায় সামান্য দেরি হচ্ছে। ক্ষমা করবেন। আমি আছি এবং ইনশাল্লাহ থাকবো আপনার পাশে। নট টু উয়োরি।
আপনি পাশে আছেন বলেই ভরসা পাই।
লেখা দেব। লেখা দেব।।

দিবেন বলে যে পালালেন। দিয়ে দিন দিয়ে দিন!
সকল ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আরো প্রাণবন্ত করে তুলি এই আয়োজনকে।
ধন্যবাদ প্রহেলিকা সুসংবাদ প্রদানের জন্য। শব্দনীড় এর জন্য অনেক শুভ কামনা সতত।
ধন্যবাদ মামুন ভাই। লেখার অপেক্ষায় থাকছি।
সঙ্গীত বিভাগের দ্বার উন্মুক্ত হবে কি না!
https://www.shobdonir.com/mamun/109514
https://www.shobdonir.com/mamun/106601
আশা করছি সকলের অংশগ্রহনে শব্দনীড় ই-ম্যাগ একটি প্রাণবন্ত সংকলন হবে।
এই ব্লগে প্রকাশিত অন্য কারোর লেখার লিংক দেয়া গেলে আমি কয়েকটি লেখার লিংক দিতাম।
আগে নিজের লেখাই না হয় দিন। পরে অন্যেরটা নিয়ে ভাবা যাবে।
দিলাম লেখা পাঠাইয়া, যা থাকে কপালে। হুজুর এক লেখায় কত কইরা দিবেন? আচ্ছা যাউক যা দেওয়ার দিয়েন, লেখাতো আগে ছাপা হোক! কি কন? লেখা ছাপা হুয়াই আসল কথা!
১। গল্পঃ মরীচিকা-https://www.shobdonir.com/md-khalid-umar/106685

২। রম্যরচনাঃ লেখকের বিড়ম্বনা-https://www.shobdonir.com/md-khalid-umar/102974
৩। মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিকথাঃ মুক্তি যুদ্ধের শেষ রাত-https://www.shobdonir.com/md-khalid-umar/108575
এই না’হলে মুরুব্বী। কত করে দেয়া হবে সেটা না হয় পরে। আপনি যে প্রথম হলেন তার জন্য আগে মিষ্টির আয়োজন করেন ভাইয়া।
উলটা পথে হাটা বিপজ্জনক বিধায় অতি তারাতারি মিষ্টি নিয়া আস।
আদেশ শিরোধার্য। এবার নিজ হাতেই মিষ্টি বানিয়েই নিয়ে আসবো।
ই-ম্যাগটির সফলতা কামনা করি।
ধন্যবাদ। লেখার অপেক্ষায় থাকছি।
আমিও লেখা দিমু। আগেও একবার কইছি দিমু। আশা করি আমার মত নতুন পুরাতন সকল ব্লগারই লিখা দিবেন।
নিজের লেখা একটা ম্যাগাজিনে দেখতে পাওয়া কম আনন্দের কথা তো না। খালিদ ভাইতো দেখি এই দিক দিয়া ফার্স্ট হইয়া গেলেন। আসেন সবাই দলে দলে খালিদ ভাইকে অনুসরন করি।
যথার্থই বলেছেন। নিজের একটি লেখা দেখব এটিই আনন্দের। আপনাদের লেখার অপেক্ষায় থাকছি। বড় ভাইয়া প্রথম হয়ে গেলো। এবার আপনারটাও দিয়ে দিন।
কবি প্রহেলিকার আহ্বানে চুপ থাকতে পারি!
দিলাম একটা লিঙ্ক
https://www.shobdonir.com/neelshikha/104943
এই লিঙ্ক দিতে চেয়ছিলাম…
https://www.shobdonir.com/neelshikha/102481
ধন্যবাদ প্রিয় কবি বন্ধু। অসুস্থতার কারণে সময়মত জবাব দিতে পারিনি।
পাশে পেয়ে সত্যি আনন্দিত।
কবিতাঃ একটি আদর্শ রাষ্ট্রের ধারণা-https://www.shobdonir.com/moksedul/107914
আপনার এই কবিতাটা আমার পছন্দের একটা কবিতা।
ধন্যবাদ প্রিয় ভাই। শুভকামনা রইল।
https://www.shobdonir.com/dipankarbera/103696
ধন্যবাদ সুপ্রিয়
https://www.shobdonir.com/fakir007/106617
ধন্যবাদ কবি!
প্রহেলিকা ভাই সহ শব্দনীড় অ্যাডমিন প্যানেল কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য । নিজের লিখা যে কোন প্রকাশনায় দেখতে পারা অনেক আনন্দের বিষয় নিশ্চয়ই । অনেক সাহস করে একটা লিখা দিচ্ছি । আশা করবো ম্যগাগিনের মান ঠিক রাখতে যেয়ে আমার লিখাটা পাশ মার্কে উত্তীর্ণ হলে ম্যগাগিনের কোন এক কোনায় লিখাটা স্থান পাবে । অন্যান্য বিভাগেও কিছু লিখা দেয়ার আগ্রহ আছে !
বিভাগঃ কবিতা
শিরনামঃ আত্মসমর্পণ
লিঙ্কঃ https://www.shobdonir.com/anisurrahman/109538
ধন্যবাদ আপনাকে। আপনারদের অংশগ্রহণের মাধ্যমেই এই আয়োজন সফলতার মুখ দেখবে সে আশা রাখছি।
অন্যান্য বিভাগে লেখা পাওয়ার অপেক্ষায় থাকছি কিন্তু।
শুভকামনা
https://www.shobdonir.com/Daud/109178
https://www.shobdonir.com/Daud/108499
https://www.shobdonir.com/Daud/106734
ই ম্যাগ এর সার্বিক সাফল্য কামনা করছি।


ধন্যবাদ সঞ্চালনা পরিষদ কে।
ধন্যবাদ কবি।
https://www.shobdonir.com/dipankarbera/109004
ধন্যবাদ।
অসুস্থতার কারণে সময় দিতে একটু বেগ পেতে হচ্ছে। আশা করছি সহব্লগাররা এই অপারগতাকে ক্ষমা করে এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করে তুলবে। লেখার অপেক্ষায় থাকছি………
প্রিয় পাঠক লেখকগণ। সকলের জ্ঞাতার্থে …
লেখা আহ্বানের চলতি পোস্ট প্রথম পাতা থেকে সরে গেলেও
প্রথম পাতার এই ইমেজ এ ক্লিক করে আপনার লিখা জমা দিতে পারবেন।
সাইয়িদ রফিকুল হক এর লিখার ০৩টি লিংক যুক্ত করা হলো।
গল্পের লিংক: https://www.shobdonir.com/syeed-rafiqul-haque/110503
প্রবন্ধের লিংক: https://www.shobdonir.com/syeed-rafiqul-haque/110328
কবিতার লিংক: https://www.shobdonir.com/syeed-rafiqul-haque/109148
লেখা বড় হলে সমস্যা কিনা? কতবড় হতে পারবে? গল্প ও প্রবন্ধের জন্য নির্ধারিত শব্দসংখ্যা আছে কিনা?
আপনাকে ধন্যবাদ।
গল্পের লিংক: https://www.shobdonir.com/syeed-rafiqul-haque/110503
প্রবন্ধের লিংক: https://www.shobdonir.com/syeed-rafiqul-haque/110328
কবিতার লিংক: https://www.shobdonir.com/syeed-rafiqul-haque/109148
আমার ধারনা এ ধরনের কোন নিষেধাজ্ঞা নাই। মানে আমরা মুক্ত স্বাধীন লেখার জন্য। তবু প্রহেলিকা ভাই ভাল বলতে পারবে। মাঝখানে আমি এক্টূ ফাও প্যাঁচাল পাইরা গেলাম ।
সুখবর……….
অনেক দিন পর ……
শব্দনীড় প্রাণ চাঞ্চল্যে জমে উঠুক…..
সফলতা কামনা করি, শরিক হতে …..
https://www.shobdonir.com/meherunnessa/107309
https://www.shobdonir.com/meherunnessa/109625
https://www.shobdonir.com/meherunnessa/105746
https://www.shobdonir.com/dipankarbera/102931
শুভেচ্ছা নতুন বছরের
অনেক অনেক শুভ কামনা শব্দনীড়ের জন্য।
https://www.shobdonir.com/sharaj/106845
https://www.shobdonir.com/sharaj/105400
https://www.shobdonir.com/sharaj/103537
আরও একটি লিখা
বিভাগঃ ছড়া ও পদ্য
শিরনামঃ নামঞ্জুর প্রেম
লিঙ্কঃ https://www.shobdonir.com/anisurrahman/109839
একটা লিখা দিলামঃ
https://www.shobdonir.com/anwar2010/103008