ঝড়

বৈশাখী ঝড়ে
ডাল পালা উড়ে।
ধমকায় বাজ
চমকায় তাজ।

সেই সাথে শীলাগুড়ি
পিষে শীলে নোড়ায় ।
বৃষ্টির বাণে
ভাসে বন্যায় ।

পাতা গুলোয় বিলি কেটে
সাফ করে জঞ্জাল।
ঠিক যেনো টেকো মাথা
সবুজ অঞ্চল।

3 thoughts on “ঝড়

  1. বেশাখী ঝড়ের চিত্র ছন্দ পেলো।  ভালো লাগলো।

  2. সহজ লিখা গুলোনকে বড় আপন মনে হয়। মনে হয় এ যেন আমারই কথা। সালাম জানবেন আপা। বহুদিন আনার সাথে কথা নেই। আপনার শরীর সুস্থ আছে তো ?

মন্তব্য প্রধান বন্ধ আছে।