মনের কথা তোমাকে

তোমায় পেয়ে কাশের বনে লাগলো ঢেউ
তোমায় পেয়ে মনের কথা জানলো কেউ।
তোমায় পেয়ে রামধনু ওই আকাশ রাঙে
তোমায় পেয়ে জলপ্রপাত নদীতে ভাঙে।

হয়ত বা তুমি আমায় কবে ভুলেই যাবে
হয়ত বা মনে পড়বে না আর আমার কথা।
হয়ত বা তুমি অনেক দূরেই চলে যাবে
হয়ত বা তুমি ফিরবে না আর কভু হেথা।

কিন্তু আমি শুধু তোমায় ভালোবাসি
এই কথাটি বলতে আমি আবার চাই।
নিঃঝুম রাতে আপন মনে যখন হাঁটি
মনের মাঝে তোমায় তখন খুঁজে পাই।

6 thoughts on “মনের কথা তোমাকে

  1. মনের কথা তাকে বলা সার্থক হয়েছে মনে হচ্ছে প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ বন্ধু, অনেক পুরনো লেখা |

    1. সারাক্ষণ নিজেকে 😀

  2. নিঃঝুম রাতে আপন মনে যখন হাঁটি
    মনের মাঝে তোমায় তখন খুঁজে পাই।

    **সুন্দর…

    1. ধন্যবাদ ও শুভকামনা বন্ধু |

মন্তব্য প্রধান বন্ধ আছে।