কোন জানা অজানার বাইরে নয়; কিছুটা নয় অনেক কাছাকাছি।
সুখ প্রাপ্তি এবং জীবন।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
কোন জানা অজানার বাইরে নয়; কিছুটা নয় অনেক কাছাকাছি।
সুখ প্রাপ্তি এবং জীবন।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
* আসিনা তা নয়, যখন দেখি মাত্র ১০জনকে মন্তব্য করেও সর্বোচ্চ মন্তব্যকারীদের সাথে প্রথম পাতায় তার নামটিও জ্বলজ্বল করছে তখন বুঝতে কষ্ট হয়না আমরা মন্তব্যে কতটা উদার!!!
রেটিংতো আরও দূরের কথা!!!
সময় বড্ড যেন বেরসিক——
১০০জনকে শুভেচ্ছা জানিয়ে ১০ জনের আশির্বাদ পাওয়া কঠিন…
ভালো থাকুন সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী।
কি জানেন স্যার … এই পোস্ট পাবলিশ সময় আমাকে তিনবার বদল করতে হয়েছে। তারপরও কোন মন্তব্য আসে নি। অথচ প্রথম পাতায় ব্লগে উপস্থিত অনেকে নিজেদের পোস্টে আমার মন্তব্য পেয়েছেন কিন্তু নিজেরা আমাকে শুভেচ্ছা জানাতে এই পোস্টে আসেননি। আজকাল অবাক হতে ভুলে গেছি। আশাবাদী মানুষ কিনা !! অপেক্ষা রাখি। ধৈর্য্য রাখি সহ-ব্লগারের সচেতনতায়। আস্থায়।
অনেক ধন্যবাদ আপনাকে আমার এই অসার পোস্টে আসার জন্য।
“প্রথম পাতায় ব্লগে উপস্থিত অনেকে নিজেদের পোস্টে আমার মন্তব্য পেয়েছেন কিন্তু নিজেরা আমাকে শুভেচ্ছা জানাতে এই পোস্টে আসেননি। আজকাল অবাক হতে ভুলে গেছি। আশাবাদী মানুষ কিনা !! অপেক্ষা রাখি। ধৈর্য্য রাখি সহ-ব্লগারের সচেতনতায়। আস্থায়।”
কষ্ট পেলাম মুরুব্বী স্যার। কষ্টটা পেতাম না যদি আমি বিগত বেশ কিছুদিন আমি নিজেই অনিয়মিত না হতাম ! কিন্তু আমার মনে হয় আপনি যদি এই আক্ষেপ করে হাত গুটিয়ে নেন তাহলে এই ব্লগের বাকি ব্লগাররা কেউ আর ব্লগে আসবে না। আপনি তো প্রেরনা দাতা। আমি আছি আপনার সাথে। অন্য ব্লগারদেরকেও ডাকছি।
আসুন না আমরা আমাদের ব্লগটাকে জমিয়ে তুলি সাহিত্যে, গল্প, কথা, আড্ডা ও বিনোদনে !

লোকে তবু করে কি সুখের তরে এমনি সুখের আশ!
ওয়াও !! ধন্যবাদ মি. আনু আনোয়ার। শুভ সকাল।

এইতো জীবন
হাসির আড়ালে সব কষ্ট ম্লান
অটুট থাকুক হাসিটুকু…
এই তো জীবন। এই ই জীবন আপা।
“প্রথম পাতায় ব্লগে উপস্থিত অনেকে নিজেদের পোস্টে আমার মন্তব্য পেয়েছেন কিন্তু নিজেরা আমাকে শুভেচ্ছা জানাতে এই পোস্টে আসেননি। আজকাল অবাক হতে ভুলে গেছি। আশাবাদী মানুষ কিনা !! অপেক্ষা রাখি। ধৈর্য্য রাখি সহ-ব্লগারের সচেতনতায়। আস্থায়।”


কষ্ট পেলাম মুরুব্বী স্যার । কষ্টটা পেতাম না যদি আমি বিগত বেশ কিছুদিন আমি
নিজেই অনিয়মিত না হতাম ! কিন্তু আমার মনে হয় আপনি যদি এই আক্ষেপ করে হাত গুটিয়ে নেন তাহলে এই ব্লগের বাকি ব্লগাররা কেউ আর ব্লগে আসবে না । আপনি তো প্রেরনা দাতা । আমি আছি আপনার সাথে । অন্য ব্লগারদেরকেও ডাকছি । আসুন না আমরা আমাদের ব্লগটাকে জমিয়ে তুলি সাহিত্যে, গল্প, কথা, আড্ডা ও বিনোদনে !
আলোচনা সমালোচনা অথবা ফান যা নিয়েই আসুন না, আমি আছি স্যার।