নাম

আমাকে অভাবের ভয় দেখিও না আর
খিদে পেলে আমি এখন বাতাস চিবিয়ে খাই
যে দিন থেকে বুঝেছি তোমাদের ভালোবাসা গেছে কমে
সেদিন থেকেই আমি নাম কেটে দিয়েছি মানুষের
এখন দিব্যি রাস্তায় একা হাটি
কেউ জিজ্ঞাসেও না
ভালো আছি নাকি মন্দ আছি?

কেননা এই আমি! মানুষের খাতা থেকে
নাম কেটে দিয়েছি অনেকের।

4 thoughts on “নাম

  1. সুন্দর কবিতা প্রিয় কবি। কিছু কিছু রূপক আমার কাছে বেশী ভালো লেগেছে।

    1. ধন্যবাদ শ্রদ্ধেয়

  2. খুব সুন্দর কবিতা। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।