ছি! ছি! আমি হাসছি…

আমি হাসছি!
ছি ! ছি! এখনো হাসছি!!
আমার চৌহদ্দি ঘিরে শকুনের উল্লাস
আমি হাসছি!
বুকের চাতালে লাশের স্তূপ!
আমি হাসছি!
ছি ! ছি! এখনো হাসছি!!
আমার সামনে আমার ধর্ষিতা বোনের নির্বাক মুখ
ঝুলন্ত লাশ… নিস্তেজ দেহ
আমি নিশ্চুপ!
আমি হাসছি!
ছি ! ছি! আমি আমাকে ধিক্কার দিচ্ছি না
কারণ মননে মজ্জায় আমিও অমানুষ
ধর্ষকের দর্শক !
আমি থাকছি ক্ষমতায় আপাদ- মস্তক
আমি মন্ত্রী হচ্ছি
সচিব হচ্ছি
আমিই নেতা, আমিই পিতা, অবনত মস্তকে খাচ্ছি জুতা
ছি! ছি! তখনো আমি হাসছি
আমি মত্তহচ্ছি ধনে, জনে, কুৎসিত জ্ঞানে, রঙ্গো মঞ্চে- মদ্য পানে
আমি হাঁকছি মার্সেডিস, বি এম ডব্লিও, উড়োজাহাজ
গ্রামে –নগরে, উঁচু কর্পোরেট ময়দানে আমিই করছি রাজ!
আমিই ছিঁড়ে খাচ্ছি সমাজের কলিজা
খাচ্ছি মায়ের মাথা, মৃত বোনের অঙ্গ উপাঙ্গ-কল কব্জা
আর উন্মত্ত হচ্ছি
ছি! ছি! আমি হাসছি…

দাউদুল ইসলাম
১৫/৫/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “ছি! ছি! আমি হাসছি…

  1. বর্তমান নষ্ট সমাজের বাস্তব চিত্রেরই প্রতিচ্ছবি।

  2. এই ই আমাদের জাতীয় জীবনের অভিশাপ। এবং আমাদের নিয়তি। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।