অভিযোজন

চলো আলোকে শাসাই
আঁধারের কাছে ফিরে যাই
নরম জলে ভেসে আসছে আদিম তরবারি
চলো স্বেচ্ছায় খুন হয়ে যাই!

অনেকদিন যাইনি কল্যাণী বাগানে,
গভীর থেকে আরো গভীরে
যেখানে গ্রীবাদেশ থেকে বয়ে গেছে মদিরার সম্পান।

খুলে ফেলো, সোনালী চুড়ি
উদোম বুকে সেলাই করা লেবুর ঘ্রাণ…
লাজুক প্রাসাদের সামনে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে চিরল কোমর,
এসো ধরা পড়ার আগেই আজ স্বেচ্ছায় খুন হয়ে যাই।

4 thoughts on “অভিযোজন

  1. কেমন আছেন প্রিয় ?

  2. আপনার লিখা গুলোন যথেষ্ঠ ভালো। সময়ের পরিবর্তনে আপনার লিখায় অনন্য পরিবর্তন এসেছে। যাকে এককথায় বলতে পারি ম্যাচুরিটি। ভালো একটি লিখা উপহা্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. “এসো ধরা পড়ার আগেই আজ স্বেচ্ছায় খুন হয়ে যাই।”

    শুভেচ্ছা আমীন ভাই। দারুণ প্ল্যান!

  4. দারুণ। কবে ই ম্যাগ প্রকাশিত হবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।