নিজকিয়া ২৬
ছাদ দেখলেই কেউ কেউ লাফাতে চায়
গাছ দেখলেই কারো কানের পাশে বাজতে থাকে
উনবিংশ শতকের ফাটা রেকর্ড, হ্যাং টিল ডেথ;
ফেলে আসা স্মৃতির বুদ্বুদের মধ্যে ঘুরপাক খায় –
সুন্দরী রাধে আবে বানি…
মূর্তি গড়তে হলে মনস্কতায় পদাবলী শিখতে হয়-
লাফানোর আগে সাঁতার;
ক্ষিপ্ত জননন্দ্রিয়ের লাউড প্রচার
শুধু দুঃখ বয়ে আনে মনখারাপী বৃষ্টি রাতে।
নিজকিয়া ২৬ পড়লাম। কেন জানি মনে হচ্ছে নিজকিয়া ২৫ পড়া হয় নি।
কবির প্রতি আহবান থাকবে ক্রমিক সংখ্যা ২৫ যেন পড়তে পারি তার ব্যবস্থা করেন।
** দাদা, ভালো থাকুন নিরন্তর।