এমন বললে অসুন্দর দেখায় যে, আমি আপনাকে আনফ্রেণ্ড করলাম। যা করার সরাসরি করে দেয়াটাই ভালো। তালিকায় থাকলে সবাই বন্ধু হবেন, কথা সত্য নয়। বন্ধু’র ভীড়ে অবন্ধুই বেশী নিরাপদে থাকেন। বন্ধুত্বের সংজ্ঞা জটিল। সবাই বন্ধু নয়; তবে কেউ কেউ বন্ধু। যাপিত জীবন যেন ভেলায় চড়ে জল পাড়ি দেয়া।
এমনই আমাদের ব্লগ এবং ব্লগীয় জীবন। সবখানেই গিভ এ্যাণ্ড টেক। তবু বলি …
আসুন মিলি বন্ধুত্বের নিবিড় ছায়াতলে।
মন্তব্য এবং প্রতি-মন্তব্যে ব্লগিংকে গড়ে তুলি আনন্দের।
আসুন মিলি বন্ধুত্বের নিবিড় ছায়াতলে।
মন্তব্য এবং প্রতি-মন্তব্যে ব্লগিংকে গড়ে তুলি আনন্দের
**


ইয়েস স্যার।

বন্ধু এক নিবীড় সর্ম্পকের নাম। বন্ধু – বন্ধনের অদৃশ্য সুতোয় বাঁধা দুটি সমজাতীয় মনের নাম। তাই এ দৃশ্য সুতোয় বাঁধা থাকুক শব্দনীড়ের বন্ধুগণ।
ধন্যবাদ মুরুব্বী স্যার।
বন্ধনের অদৃশ্য সুতোয় বাঁধা থাকুক শব্দনীড়ের বন্ধুগণ।
অসংখ্য ধন্যবাদ মি. চিশতী। শুভ সন্ধ্যা।
বন্ধুগো, বলিতে পারি না আর, বড় বিষজ্বালা এই বুকে
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, যাহা আসে কই মুখে।
সুতরাং নিরবে সহিয়া যান।
নজরুল জয়ন্তী র শুভেচ্ছা জানাই।
জ্বী স্যার। নজরুল জয়ন্তী র শুভেচ্ছা আপনার পরিবারের জন্যও।

সবাই বন্ধু নয়.. কেউ কেউ বন্ধু .. ভীষণ সহমত কথাগুলোর সাথে..
ভালো থাকুন .. শুভেচ্ছা নিরন্তর
কথাটিকে সত্য মানতে পারেন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
ভালো লাগলো।
শুভেচ্ছা।
আর একটি কথা দাদাভাই: ই-বুক বাংলা নববর্ষ ১৪২৪-এ কি লেখা দেওয়া যাবে? গেলে কীভাবে? বললে বাধিত হবো।
ধন্যবাদ।
শব্দনীড় ই-ম্যাগ: নববর্ষ ১৪২৪ সংখ্যায় আপনার লিখা দিন
… এখানে ক্লিক করুন।
অতঃপর ক্যাটাগরিতে আপনার ০৩টি লিখার লিংক দিয়ে দিন। ধন্যবাদ।
সবাই বন্ধু নয়; তবে কেউ কেউ বন্ধু।
ভীষণ রকম ভাবে সত্যি !
শুভ কামনা আপনার এবং সকল বন্ধুর প্রতি !
শুভকামনা আপনার জন্যও মি. আনিসুর রহমান। ধন্যবাদ।
