জলবিম্ব ভেসে ওঠে, দুলে যায় দলে দলে অনেক চিত্রপট –
দেখি আমার অবয়ব? ঠিক আমি নই…আমার মত দু’পেয়ে মানুষ;
তবু সে যে আমার বাংলাদেশ। নিত্য অহংকারে আমারই বাংলাদেশ।
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
তবু সে যে আমার বাংলাদেশ।
নিত্য অহংকারে আমারই বাংলাদেশ।
বিনম্র সালাম এবং শুভেচ্ছা জানবেন স্যার। শুভ সকাল।
সালাম প্রত্যুত্তর মি. রশিদ। প্রথম উপস্থিতির শুভেচ্ছা রইলো। ধন্যবাদ।
জলবিম্ব ভেসে ওঠে, দুলে যায় দলে দলে অনেক চিত্রপট —
এটাই বোধয় হয় কবিতার স্বরূপ! রেটিং দিয়েছি!
অনুলিখনে স্বাগতম মি. আলমগীর কবির। ধন্যবাদ।
দেখি আমার অবয়ব? ঠিক আমি নই…আমার মত দু’পেয়ে মানুষ;
তবু সে যে আমার বাংলাদেশ। নিত্য অহংকারে আমারই বাংলাদেশ।
*এভাবে বাংলাদেশ এবং দেশের মানুষকে হৃদয়ে ধারনা করা সত্যিই গর্বের । এ গর্ব আপনার, আমার, মানুষের । সত্যিই অসাধারণ !
সুন্দর বলেছেন মি. আনিসুর রহমান।
চিরঅহংকারের
আমাদের বাংলাদেশ।
আমাদের বাংলাদেশ।