ভর ঝরোকায় তাই হোক … তবে তাই হোক;
কেটে যাক বরষণ কুয়াশা; দেখা দিক শুভ্র আলোক।
মঙ্গল আলোয় শুদ্ধি ধরায় চকিত প্রাণ … উঠুক জেগে।
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
ভর ঝরোকায় তাই হোক … তবে তাই হোক;
কেটে যাক বরষণ কুয়াশা; দেখা দিক শুভ্র আলোক।
মঙ্গল আলোয় শুদ্ধি ধরায় চকিত প্রাণ … উঠুক জেগে।
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আবার সবুজ পাতা ভরে উঠবে উঠান
পুঁই মাছায় ফড়িং ডানা মেলবে!
কেটে যাক বরষণ কুয়াশা; দেখা দিক শুভ্র আলোক।
মঙ্গল আলোকে শুচি হোক সবকিছু।
মঙ্গল আলোকে শুচি হোক ধরা এবং সবকিছু।
তবে তাই হোক
ভর ঝরোকায় তাই হোক … তবে তাই হোক।
প্রিয় মুরুব্বি
আপনাকে ধন্যবাদ। প্রতিটি পোষ্টে আপনার মত মূল্যবান মানুষের মত আমাদের বড় পাওয়া। বুঝতে পারি আপনি সকলকে খুব মিচ করেন।
আপনার কথায় আনন্দিত হলাম মি. খালিদ মোশারফ।
অনেক অনেক ভালো থাকবেন। শুভ সকাল।