.
তুমি নূতন. আবার পুরোনোও হবে একদিন
আবরণহীন সরস বন্দনায় ভুলে যাবো সব পাপ
যেন ভুলিনা আমার কর্ম আর ফেলে আসা অতীত …
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
.
তুমি নূতন. আবার পুরোনোও হবে একদিন
আবরণহীন সরস বন্দনায় ভুলে যাবো সব পাপ
যেন ভুলিনা আমার কর্ম আর ফেলে আসা অতীত …
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আবরণহীন সরস বন্দনায় ভুলে যাবো সব পাপ
মন শুচিত্র হয়ে উঠে আপনার শব্দ চয়নে।
youtu.be/bAygB9JIX8M
ফেলে আসা অতীত! আমরা মূলত অতীত। আমাদের কর্ম, সৃষ্টি, আকাংখা সবকিছু অতীত হতে আসে। যা দেখেছি তা থেকে কি দেখব ঠিক করি। যা ভেবেছি তা থেকে কি ভাবব ঠিক করি। অতীত নাই ত আগামী নাই।
চমৎকার শব্দ বিন্যাসের শিক্ষণীয় মেলবন্ধন।
অনেক খুশি হলাম। ধন্যবাদ প্রিয় মাহাফুজুর রহমান।
ফেলে আসা অতীতের ভুলগুলো ভবিষ্যতে সুদরাতে হবে এবং ভাল অর্জনগুলো সামনে পুঁজি করে এগিয়ে যেতে হবে আগামীর পথচলা। ভাল থাকবেন ভাই।
ফেলে আসা অতীতের ভুলগুলো ভবিষ্যতে শুধরাতে হবে।
অভিনন্দন প্রিয় বাসেত ভাই। শুভ হোক আগামীর পথচলা।
দারুণ রচনা
ধন্যবাদ কবি দীপঙ্কর বেরা।
প্রিয় মুরুব্বি আপনার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ঢাকায় মাঝে মাঝে মাঝে আসি। যদি সুযোগ দেন দেখা হবে।
আমাদের শব্দনীড় ব্লগের সদস্য সংখ্যা কম।এখানে ছবি দিতে ও শেয়ার করতে সমস্যা ফেস করতে হয়। মানে অপশন সহজে পায় না। আরো সহজ কথায় ব্লগটি লেখকদের কাছে আরো সহজতর হওয়া দরকার।
আমি মনে আপনি এই ব্লগের অফিশিয়াল কেউ।
আর আপনার অনুলিখনের বৃহত্তম প্রকাশ বা বই প্রকাশ হক -সেই কামনা রইল।
ধন্যবাদ মি. খালিদ মোশারফ।
আমি দুঃখিত যে, আমি রাজধানীর বাসিন্দা নই। সুতরাং কালেভদ্রে দেখা হওয়ার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। সব কাজে আমার সময় আছে; ঘর সংসার, পেশা ধর্ম, সমাজ এবং সামাজিকতা শতভাগ স্বাচ্ছন্দ নিবারণে অসুবিধে হয় না।
শব্দনীড় এ ছবি দেয়া একটি পোস্ট দেয়ার চাইতেও সহজ। কেবলমাত্র প্রয়োজন আনুসঙ্গিক জ্ঞান আর ধৈর্য্য। ঠিক যেখানে পোস্ট লিখছেন, ঠিক উপরের বাটনটিই হচ্ছে “নতুন মিডিয়া যুক্তকরণ”। ক্লিক করুন। ছবি অর্থ্যাৎ ফাইল আপলোড করুন এবং সর্বশেষ বাটন “পোস্টে যোগ করুন”। ব্যাস। আপলোডকৃত ছবি কোড স্বয়ংক্রিয়ভাবে আপনার পোস্টে যুক্ত হয়ে যাবে। বেশী সময় লাগে না।
শেয়ার। শেয়ার শব্দের চাইতেও সহজ আরেকটি বিষয়। এই পোস্টেরই দ্বিতীয় কলাম লক্ষ্য করুন। ০৬ টি সামাজিক সাইটের লোগো আছে। ক্লিক এ্যাণ্ড সী।
পরিশেষ, আপনাকে নিরাশ করতেই হচ্ছে, প্রকাশনায় আমার ইচ্ছে নেই।
মৃুরব্বি জানিনা আপনি এতটা পড়ার সময় পান কিভাবে । দিনের এই সামান্য সময় একটু সামান্য কাজেই চলে যায়। আল্লাহ আপনার সময়ের বরকত মানে সময় ক্ষেত্রে উর্বরতা দিয়েছে।আপনার আল্লাহর শুকরিয়া করা দরকার। একবার আল হাম দু লিল্লাহ পাঠ করুণ।
সময় কম নিয়ে যাদের আহাজারি তাদের মনে হয় এটা অহংবোধ অথবা সময় কম এর অজুহাত। দুদণ্ড অবসর যার নেই তিনি হচ্ছেন ঘড়ি। ঘড়িই বিরামহীন।
আমি সৃষ্টিকর্তার দরবারে সব সময়ই শোকর আদায় করি। ধন্যবাদ।