পশুরা মশগুল উলঙ্গ নৃত্যে

মিয়ানমারের পাঁজর ডুবে যাচ্ছে তাজা রক্তের স্রোতে
ধর্মের খোপ হতে বেরিয়ে উন্মত্ত- নগ্ন তরবারি
সামরিক মোটর, তামাটে বুলেটে রুদ্ধ বুদ্ধের দম
কলঙ্কের ভারে জঘন্য হয়ে উঠা গেরুয়া বসন
পুড়ে গেছে ঘৃণ্য ধিক্কারে…
বীভৎস পশুরা মশগুল উলঙ্গ নৃত্যে!
ক্ষুধার্ত পিশাচ- লাশের বুক খুবলে নিচ্ছে
অন্ধ দেবতার সামনে জীবন্ত দহন, ধর্ষণে উল্লাসে
তলিয়ে গেছে বিবেকের শীৎকার
মৃত বোধির নিচে আজ সহস্র হন্তারকের আস্তানা
রুধিরাক্তে ভিড় করে তৃষ্ণার্ত হায়েনা
উবে গেছে অহিংসের শ্লোক, বুদ্ধের ধ্যান ভেঙ্গে চুরমার
ডুবছে নাফ নদী, পাথর কাটার বুক, পুড়ছে মিয়ানমার…
দা উ দু ল ই স লা ম
৩০/৮/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “পশুরা মশগুল উলঙ্গ নৃত্যে

  1. মানবতার এই এক চরম অবনতি। মানবিক অপরাধ চলছে সমগ্র আরাকান জুড়ে।
    বিভিন্ন ঘটনা এবং ঘটনা প্রবাহের চিত্র আমাদের ব্যথিত করে তুলে। :(

  2. ধর্মের খোপ? অদ্ভুত শব্দ। অথচ কি সত্য।

    দারুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।