——————————————-
সেদিন এক আত্মীয়র বাড়ীতে বেড়াতে
গিয়েছিলাম ,ফিরে আসার পথে আত্মীয় আমার ব্যাগে
আম দিতে লাগল
আমি বললাম থাক !থাক, ব্যস! অনেক হয়েছে
খানা বাড়ী খেতে বসলাম
বারবার আমার পাতে খাবার বিতরণকারী খাবার
দিতেই থাকল
আমি বললাম থাক! থাক! ব্যস!অনেক হয়েছে
রিক্সায় যাচ্ছিলাম , গন্তব্যস্থান ছেড়ে রিক্সা অনেক
দূর চলে গেছে
তবুও রিক্সাআলা থামছে না
আমি বললাম থামুন ,ব্যস! ব্যস ! অনেক হয়েছে
মোটকথা একই সমস্যা,সুখ নদীর পানি উপচে পড়ছে
এত পেয়েই সুখী হতে পারছি না
মানে এত কিছুর পরেও সুখী হতে পারছি না
বন্যা হলে কি সুখী হওয়া যায় বলেন?
তারপরেও ভারসাম্য করার চেষ্টা করছি
আর সব সময় চেষ্টা আমার ভালথাকার।
আমরাও তাই ….

তারপরেও ভারসাম্য করার চেষ্টা করছি
আর সব সময় চেষ্টা আমার ভাল থাকার। __ ভালো থাকুন।